'আপনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, রেকর্ড হবে,' CCTV-কটাক্ষে অমিত শাহকে জবাব কেজরির
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
গত বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আপ এ বারও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী৷
#নয়াদিল্লি: দিল্লিতে ভোটের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে৷ লোকসভা ভোটের সাফল্যকে অব্যাহত রাখতে দিল্লিতে মরিয়া প্রচার চালাচ্ছে বিজেপি৷ অন্যদিকে গত বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আপ এ বারও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী৷
Delhi Dy CM Manish Sisodia: Amit Shah is questioning where are CCTVs we promised. Well I would like to assure you that you don't have to look through 'durbeen' just raise your eyes&find it on every lane. You are also being recorded while doing door to door campaigns don't worry. pic.twitter.com/Z9r4FpMF64
— ANI (@ANI) January 7, 2020
advertisement
advertisement
এই পরিস্থিতিতে একাধিক ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিয়ে লেখেন, 'দিল্লির মানুষ এখনও ফ্রি wifi, ১৫ লক্ষ সিসিটিভি ক্যামেরা খুঁজছেন৷ খুঁজছেন নতুন কলেজ, হাসপাতাল৷ এই সবই তো আপ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গতবার৷'
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে কটাক্ষ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বললেন, 'অমিত শাহ দিল্লিতে সিসিটিভি কোথায়, খুঁজে পাচ্ছেন না৷ আচ্ছা, আমি আপনাকে নিশ্চিত করছি, দূরবীন লাগবে না, খালি চোখটা একটু বড় করে প্রতিটি লেনে নজর দিন৷ আপনিও যখন বাড়ি বাড়ি প্রচার চালাবেন, সিসিটিভি-তে রেকর্ড হবে৷'
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমাদের প্রচার হবে ইতিবাচক৷ আমরা গালিগালাজের রাজনীতি করি না৷'
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এক দফায়, ৮ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে তিন দিন পর ১১ ফেব্রুয়ারি। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ১২ জানুয়ারি থেকে। সেই সময়সীমা শেষ হবে ২১ জানুয়ারি। তার পরের দিন স্ক্রুটিনি হবে মনোনয়নপত্রগুলি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2020 7:55 PM IST