'করোনিল'-এ করোনা সারবে ১০০ শতাংশ, রামদেবের দাবি মানতে নারাজ বৈজ্ঞানিক মহল

Last Updated:

রামদেবের দাবি, ৩ দিনে ৬৯ শতাংশ করোনা আক্রান্ত সেরে উঠতে থাকে, ৭ দিনের মধ্যে ১০০ শতাংশ করোনা আক্তান্তের রিপোর্ট নেগেটিভ আসে

#হরিদ্বার: যেখানে গোটা বিশ্বে করোনার প্রতিষেধক আবিষ্কারে চলছে দিন-রাত গবেষণা, করোনা সারানোর ওষুধ নিয়ে চলছে হাজারো পরীক্ষা নীরিক্ষা, সেখানে যোগগুরু বাবা রামদেবের দাবি, পতঞ্জলির ওষুধ 'করোনিল' করোনা সারাবে! কাজ হবে ১০০ শতাংশ। মঙ্গলবার থেকে বাজারে মিলবে করোনিল। হরিদ্বারে পতঞ্জলির হেড কোয়ার্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে রামদেব জানান, পতঞ্জলির সব স্টোরেই এই ওষুধ পাওয়া যাবে।
রামদেবের দাবি, হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে করোনিল। এটাই প্রথম আবিষ্কৃত করোনার ওষুধ। গুলঞ্চ, তুলসী ও অশ্বগন্ধার মিশ্রণে তৈরি হয়েছে করোনিল।
রামদেবের দাবি, ৩ দিনে ৬৯ শতাংশ করোনা আক্রান্ত সেরে উঠতে থাকে, ৭ দিনের মধ্যে ১০০ শতাংশ করোনা আক্তান্তের রিপোর্ট নেগেটিভ আসে। একজন করোনা আক্রান্তেরও মৃত্যু হয়নি। দেখা দেয়নি কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও।
advertisement
advertisement
কিন্তু যোগগুরুর দাবি মানতে নারাজ বৈজ্ঞানিকরা। তাঁদের বক্তব্য, '' কোনও ওষুধ যা বৈজ্ঞানিক পরিসরে পরীক্ষা করা হয়নি, সেটাকে নিয়ে মাতামাতি করার আগে সাবধান হওয়া উচিৎ।''
মহারাষ্ট্রের MGIMS-এর মেডিসিনের প্রফেসর ডঃ এসপি কালান্ত্রি জানান, '' এই পরীক্ষা থেকে কোনও নিশ্চিত উপসংহার টানতে বিরত করব। আগে ওষুধটার মেথডোলজি, ডিজাইন, সমস্ত ডেটা খুঁটিয়ে দেখা হোক। তারপরই বলা যাবে এটি কোভিড আক্রান্তের জন্য নিরাপদ কিনা।''
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'করোনিল'-এ করোনা সারবে ১০০ শতাংশ, রামদেবের দাবি মানতে নারাজ বৈজ্ঞানিক মহল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement