#মুম্বই: বিপন্ন ইয়েস ব্যাঙ্ক এবং তার প্রতিষ্ঠাতাও এই মুহূর্তে ইডি হেফাজতে৷ ১১ই মার্চ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি৷ টাকা তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ আপাতত ৫দিন নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি কর্তারা৷ এর আগে তাকে ২০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি৷ রবিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়৷
১ মাস ৫০হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না গ্রাহকরা, রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশের পরই চাঞ্চল্য তৈরি হয়৷ তারপরই রানা কাপুরের বাড়িতে হানা দেন ইডি কর্তারা৷
একটি কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেন রানা কাপুর এবং সেই সংস্থা থেকে পাওয়া টাকা ঘুষের টাকা স্ত্রী অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন তিনি৷ কাপুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ এছাড়া আরও যে অভিযোগ উঠেছে তা হল, ডিএলএফকে ঋণ দেওয়া হয়েছিল, যা শোধ করা হয়নি বলে বিনিয়োগকারীরা জানিয়েছেন। অন্যদিকে বিধ্বস্ত Yes Bank-কে বাঁচাতে আসরে নেমে পড়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানালেন, ইয়েস ব্যাঙ্ককে পুনরুজ্জীবনের জন্য ড্রাফট স্কিম পেয়েছে স্টেট ব্যাঙ্ক৷ স্কিম খতিয়ে দেখছে কর্তৃপক্ষ৷ তবে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে বলেও আশ্বাস দিলেন এসবিআই চেয়ারম্যান৷
বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। ৩ এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের প্রতিটি গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছে আরবিআই। তবে শনিবার ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট নিয়মেই ব্যাঙ্কের এটিম থেকে টাকা তোলা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rana Kapoor, Yes Bank