রাফাল নিয়ে জাস্ট ২০ মিনিট মুখোমুখি ডিবেটে বসুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভায় আক্রমণ করেছেন৷ অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনেও রাফাল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ কংগ্রেসের প্রকাশ করা একটি অডিও টেপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুলের চ্যালেঞ্জ, 'সাহস থাকলে রাফাল নিয়ে মুখোমুখি ডিবেটে বসুন মোদি৷ জাস্ট ২০ মিনিট৷'
advertisement
রাহুল বলেন, '১২৬টি যুদ্ধ বিমান দরকার ছিল৷ কিন্তু মোদি চুক্তি বদলে ৩৬ করেছেন৷ কাকে সুবিধা পাইয়ে দিতে চুক্তি বদল করলেন মোদিজি?' এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি বলেন, 'প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িত৷ জেপিসি হলেই সত্যি সামনে আসবে৷ চৌকিদার চোর হ্যায়, প্রমাণ হবেই৷'
advertisement
advertisement
রাহুলের দাবি, '১৬০০ কোটি টাকার তথ্য অরুণ জেটলিই দিয়েছিলেন৷ অরুণ জেটলিই বারবার মিথ্যে কথা বলছেন৷ বায়ুসেনার আপত্তির পরেও রাফালের দাম বদল হয়৷' এরপরই রাফাল নিয়ে কংগ্রেসের প্রকাশ করা অডিও টেপ-টির প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি বলেন, 'আসলে রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ব্ল্যাক মেইল করছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর৷'
বাংলা খবর/ খবর/দেশ/
রাফাল নিয়ে জাস্ট ২০ মিনিট মুখোমুখি ডিবেটে বসুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement