‘হাল ছেড়ো না বন্ধু’- বিশ্ব এইডস দিবসের হোক স্লোগান

Last Updated:

আট বছরের ছোট্ট শিশু ৷ সবে তার স্বপ্ন দেখা শুরু ৷ কিন্তু অজান্তেই কারা যেন টুটি চেপে ধরল, সেই স্বপ্নকে৷ ধীরে ধীরে মারতে শুরু করল তার সমস্ত কল্পনাকে ৷ বোঝার আগেই, সে যেন হয়ে গেল সমাজের বোঝা! স্কুল থেকে তাড়ানো হল তাকে ৷ আত্মীয়স্বজ্জন থেকেও দূরে যেতে লাগল সে ৷ অপরাধ?

#কলকাতা: আট বছরের ছোট্ট শিশু ৷ সবে তার স্বপ্ন দেখা শুরু ৷ কিন্তু অজান্তেই কারা যেন টুটি চেপে ধরল, সেই স্বপ্নকে৷ ধীরে ধীরে মারতে শুরু করল তার সমস্ত কল্পনাকে ৷ বোঝার আগেই, সে যেন হয়ে গেল সমাজের বোঝা! স্কুল থেকে তাড়ানো হল তাকে ৷ আত্মীয়স্বজ্জন থেকেও দূরে যেতে লাগল সে ৷ অপরাধ? শিশুটির রক্তে এইচআইভি! তার দোষ এটাই ৷ অজান্তে সে শত্রু হল সামজের ৷ যে সমাজের মানুষ আদব-কায়দায় শিক্ষিত৷ কিন্তু মস্তিষ্কে তাঁদের অন্ধকার জগৎ! মগজ ঠাসা পুরনো তত্ত্ব আর কুসংস্কার ৷ তাই তো শিশুটি ছোটবেলাতেই জেনে গেল, বড় বড় কথা! ঘটনাটি কোনও সিনেমার চিত্রনাট্য থেকে নেওয়া নয়, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের একটি ঘটনা ৷ সারা বিশ্বে এরকম ঘটনা কম নয়, এরকম উদাহরণও বড্ড বেশি ৷ তবুও আমরা যেন এক জায়াগতেই দাঁড়িয়ে, বরং দিন দিন পিছনে ছুটছি ৷ এইডস নিয়ে যেখানে আরও বেশি সচেতনা, আর বেশি সহানুভূতি দরকার, সেখানেই যেন ঘটে চলেছে উল্টোটা ৷ তবুও ১ ডিসেম্বর বিশ্ব এইডস ডে পালন ৷ এর উদ্দেশ্যই তো সচেতনতা বাড়ানো ৷ তা বাড়ছে তো! প্রশ্ন নয়, বরং মেপে দেখা আমাদের দায়িত্বগুলো ৷
এইচআইভি-র কি কোনও চিকিৎসা নেই?
এইচআইভি আক্রান্ত মানেই জীবনের শেষ, এমনটা ভাবা অর্থহীন ৷ মনকে দুর্বল করা ৷ নিজেকে লুকিয়ে না রেখে, বরং সাহায্য নিন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন ৷ এইচআইভই, এইডসের চিকিৎসা নিয়ে এখনও নানারকম নতুন নতুন পরীক্ষা-নীরিক্ষা চলছে ৷ তবুও, চিকিৎসা রয়েছে যার ফলে প্রতিদিন রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ কমানোর চেষ্টা করা হয় ৷ যাতে স্বাভাবিক ‘ইমিউন’ শক্তি ফিরে পায় শরীর ৷ আর সবার প্রথমে এটা মনে রাখতে হবে, এইডস ছোঁয়াচে নয় ৷ তাই এইডস হওয়া মানেই একঘরে হয়ে যাওয়া বা করে দেওয়া চরম অজ্ঞতার লক্ষণ ৷
advertisement
advertisement
ডাক্তারের পরামর্শ৷ তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই জট খুলবে এইডস নিয়ে নানারকম উড়তি খবরের ৷ দৈনদ্দিন যৌনচর্চায় যদি আশঙ্কা থাকে এইডসের বা অন্য কোনও উপায়েও যদি এইচআইভি হওয়ার আশঙ্কা ভোগেন, তাহলে দুশ্চিন্তা নয়, বরং রক্ত পরীক্ষা করান ৷ ডাক্তারের সঙ্গে আলোচনা করে সঠিক পদক্ষেপ নিন ৷
পরিচালক অনিরের ‘মাই ব্রাদার নিখিল’-এ এইচআইভি আক্রান্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিল তাঁর পরিবার, বন্ধুগণ ৷ ‘ফির মিলেঙ্গে’ ছবিতে এইডসে আক্রান্ত প্রেমিককে ভরসা জুগিয়ে ছিল প্রেমিকা ৷ তাই হয়তো সহজ হয়েছিল, কঠিন পথ৷ প্রিয় মানুষদের সঙ্গ পেয়ে সাহস এসেছিল প্রাণে ৷ তাই চিকিৎসার সঙ্গে সঙ্গে এইচআইভি আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোটা ই প্রধান দায়িত্ব ৷ আসুন না, বিশ্ব এইডসে দিবসে শপথ করি, একটু সচেতন হওয়ার, আরও একটু বেশি করে কাছে টেনে নেওয়া, আর বলা ‘হাল ছেড়ো না বন্ধু! ’
বাংলা খবর/ খবর/দেশ/
‘হাল ছেড়ো না বন্ধু’- বিশ্ব এইডস দিবসের হোক স্লোগান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement