‘হাল ছেড়ো না বন্ধু’- বিশ্ব এইডস দিবসের হোক স্লোগান
Last Updated:
আট বছরের ছোট্ট শিশু ৷ সবে তার স্বপ্ন দেখা শুরু ৷ কিন্তু অজান্তেই কারা যেন টুটি চেপে ধরল, সেই স্বপ্নকে৷ ধীরে ধীরে মারতে শুরু করল তার সমস্ত কল্পনাকে ৷ বোঝার আগেই, সে যেন হয়ে গেল সমাজের বোঝা! স্কুল থেকে তাড়ানো হল তাকে ৷ আত্মীয়স্বজ্জন থেকেও দূরে যেতে লাগল সে ৷ অপরাধ?
#কলকাতা: আট বছরের ছোট্ট শিশু ৷ সবে তার স্বপ্ন দেখা শুরু ৷ কিন্তু অজান্তেই কারা যেন টুটি চেপে ধরল, সেই স্বপ্নকে৷ ধীরে ধীরে মারতে শুরু করল তার সমস্ত কল্পনাকে ৷ বোঝার আগেই, সে যেন হয়ে গেল সমাজের বোঝা! স্কুল থেকে তাড়ানো হল তাকে ৷ আত্মীয়স্বজ্জন থেকেও দূরে যেতে লাগল সে ৷ অপরাধ? শিশুটির রক্তে এইচআইভি! তার দোষ এটাই ৷ অজান্তে সে শত্রু হল সামজের ৷ যে সমাজের মানুষ আদব-কায়দায় শিক্ষিত৷ কিন্তু মস্তিষ্কে তাঁদের অন্ধকার জগৎ! মগজ ঠাসা পুরনো তত্ত্ব আর কুসংস্কার ৷ তাই তো শিশুটি ছোটবেলাতেই জেনে গেল, বড় বড় কথা! ঘটনাটি কোনও সিনেমার চিত্রনাট্য থেকে নেওয়া নয়, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের একটি ঘটনা ৷ সারা বিশ্বে এরকম ঘটনা কম নয়, এরকম উদাহরণও বড্ড বেশি ৷ তবুও আমরা যেন এক জায়াগতেই দাঁড়িয়ে, বরং দিন দিন পিছনে ছুটছি ৷ এইডস নিয়ে যেখানে আরও বেশি সচেতনা, আর বেশি সহানুভূতি দরকার, সেখানেই যেন ঘটে চলেছে উল্টোটা ৷ তবুও ১ ডিসেম্বর বিশ্ব এইডস ডে পালন ৷ এর উদ্দেশ্যই তো সচেতনতা বাড়ানো ৷ তা বাড়ছে তো! প্রশ্ন নয়, বরং মেপে দেখা আমাদের দায়িত্বগুলো ৷
এইচআইভি-র কি কোনও চিকিৎসা নেই?
এইচআইভি আক্রান্ত মানেই জীবনের শেষ, এমনটা ভাবা অর্থহীন ৷ মনকে দুর্বল করা ৷ নিজেকে লুকিয়ে না রেখে, বরং সাহায্য নিন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন ৷ এইচআইভই, এইডসের চিকিৎসা নিয়ে এখনও নানারকম নতুন নতুন পরীক্ষা-নীরিক্ষা চলছে ৷ তবুও, চিকিৎসা রয়েছে যার ফলে প্রতিদিন রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ কমানোর চেষ্টা করা হয় ৷ যাতে স্বাভাবিক ‘ইমিউন’ শক্তি ফিরে পায় শরীর ৷ আর সবার প্রথমে এটা মনে রাখতে হবে, এইডস ছোঁয়াচে নয় ৷ তাই এইডস হওয়া মানেই একঘরে হয়ে যাওয়া বা করে দেওয়া চরম অজ্ঞতার লক্ষণ ৷
advertisement
advertisement
ডাক্তারের পরামর্শ৷ তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই জট খুলবে এইডস নিয়ে নানারকম উড়তি খবরের ৷ দৈনদ্দিন যৌনচর্চায় যদি আশঙ্কা থাকে এইডসের বা অন্য কোনও উপায়েও যদি এইচআইভি হওয়ার আশঙ্কা ভোগেন, তাহলে দুশ্চিন্তা নয়, বরং রক্ত পরীক্ষা করান ৷ ডাক্তারের সঙ্গে আলোচনা করে সঠিক পদক্ষেপ নিন ৷
পরিচালক অনিরের ‘মাই ব্রাদার নিখিল’-এ এইচআইভি আক্রান্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিল তাঁর পরিবার, বন্ধুগণ ৷ ‘ফির মিলেঙ্গে’ ছবিতে এইডসে আক্রান্ত প্রেমিককে ভরসা জুগিয়ে ছিল প্রেমিকা ৷ তাই হয়তো সহজ হয়েছিল, কঠিন পথ৷ প্রিয় মানুষদের সঙ্গ পেয়ে সাহস এসেছিল প্রাণে ৷ তাই চিকিৎসার সঙ্গে সঙ্গে এইচআইভি আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোটা ই প্রধান দায়িত্ব ৷ আসুন না, বিশ্ব এইডসে দিবসে শপথ করি, একটু সচেতন হওয়ার, আরও একটু বেশি করে কাছে টেনে নেওয়া, আর বলা ‘হাল ছেড়ো না বন্ধু! ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2015 6:36 PM IST