Sindoor Sapling: মোদির হাতে মাটি পেল ‘সিঁদুর গাছ’, ১৯৭১-এর যুদ্ধ মনে করিয়ে নিজের বাড়িতেই দিলেন ঠাঁই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটকের মৃত্যুর প্রত্যাঘাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করেছিল ভারত৷ ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার প্রত্যাঘাত ছিল এই অপারেশন৷
নয়াদিল্লি: বৃহস্পতিবা, ৫ জুন৷ বিশ্ব পরিবেশ দিবস৷ এই পরিবেশ দিবসের দিনও অভিনব এক কাজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একাত্তরের যুদ্ধ মনে করিয়ে দিলেন ‘অপারেশন সিঁদুরে’র বার্তা৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গ, রোপণ করলেন একটি সিঁদুর গাছ। X-এ (সাবেক টুইটার) একটি ভিডিও-ও পোস্ট করলেন৷ জানালেন, ১৯৭১ এর ভারত-পাকিস্তান যুদ্ধে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন গুজরাতের কচ্ছের একদল মহিলা৷ তাঁরাই এই সিঁদুর গাছটি তাঁকে উপহার দিয়েছেন।
এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি লেখেন, “কচ্ছের সাহসী মায়েরা এবং বোনেরা, যাঁরা ১৯৭১ সালের যুদ্ধে সাহস এবং বীরত্বের একটা আশ্চর্যজনক উদাহরণ তৈরি করেছিলেন, সম্প্রতি গুজরাত সফরের সময় আমাকে একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ, বিশ্ব পরিবেশ দিবসে, আমি সেই গাছটি নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে রোপণ করার সৌভাগ্য পেয়েছি। এই গাছটি আমাদের দেশের নারীদের শক্তির সাহস এবং অনুপ্রেরণার একটি শক্তিশালী প্রতীক হিসাবে থাকবে৷”
advertisement
#WATCH | During his recent visit to Kutch, a group of women who had shown remarkable courage in the 1971 war met PM Modi and presented Sindoor saplings to him. PM Modi was touched by this gesture and said that he would plant this Sindoor at his residence. Today, on World… pic.twitter.com/07mEYMkowP
— ANI (@ANI) June 5, 2025
advertisement
advertisement
সংবাদ সংস্থা ANI প্রধানমন্ত্রীর সেই গাছ রোপণ ও জল দেওয়ার সেই ভিডিও শেয়ার করেছে।
advertisement
পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটকের মৃত্যুর প্রত্যাঘাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করেছিল ভারত৷ ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার প্রত্যাঘাত ছিল এই অপারেশন৷
সম্প্রতি বিহারের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদি বলেছিলেন, “আমার শিরায় রক্ত নয়, সিঁদুর প্রবাহিত হয়৷” তাঁর হুঁশিয়ারি ছিল, ‘‘ভারতের শত্রুরা এখন জানে যখন সিঁদুর বারুদে পরিণত হয় তখন এর পরিণতি কী হয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 05, 2025 2:06 PM IST