Cabinet Meeting: ঐতিহাসিক পদক্ষেপ! মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন, দিনভর বৈঠকের পরে 'বিরাট' সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Cabinet Meeting: বিজেপির তরফের দেশজুড়ে প্রচার অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সংসদে এই বিল পাস হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে মহিলা সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় মঞ্জুর হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। সোমবার নয়াদিল্লিতে সংসদের অ্যানেক্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দিনভর বৈঠক করেন সিনিয়র মন্ত্রীরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে বিরোধীদের দীর্ঘদিনের দাবি মানছে মোদি সরকার। যা ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এক বিরাট সিদ্ধান্ত।
It’s been a long-standing demand of the Congress party to implement women’s reservation. We welcome the reported decision of the Union Cabinet and await the details of the Bill. This could have very well been discussed in the all-party meeting before the Special Session, and… https://t.co/lVI9RLHVY6
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 18, 2023
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হওয়ার পর অধ্যাদেশ বা আইন তৈরি হলে সমস্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আজ দিনভর বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার নিজেদের মধ্যে বৈঠক করেন। সকালে অমিত শাহ, রাজনাথ সিং এবং প্রহ্লাদ জোশির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। সূত্রের খবর, আগামী বুধবার এই বিল সংসদে আনতে চলেছে মোদি সরকার।
advertisement
বিজেপির তরফের দেশজুড়ে প্রচার অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সংসদে এই বিল পাস হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে মহিলা সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৭ বছর ধরেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে সংসদের উভয়কক্ষে। যদিও শেষ পর্যন্ত তা পাশ করা যায়নি। প্রথমবার মনমোহন সিং সরকার ২০১০ সালে রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করেছিল। তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে এই বিলটি আটকে যায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 10:39 PM IST