Cabinet Meeting: ঐতিহাসিক পদক্ষেপ! মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন, দিনভর বৈঠকের পরে 'বিরাট' সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

Last Updated:

Cabinet Meeting: বিজেপির তরফের দেশজুড়ে প্রচার অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সংসদে এই বিল পাস হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে মহিলা সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় মঞ্জুর হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। সোমবার নয়াদিল্লিতে সংসদের অ্যানেক্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দিনভর বৈঠক করেন সিনিয়র মন্ত্রীরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে বিরোধীদের দীর্ঘদিনের দাবি মানছে মোদি সরকার। যা ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এক বিরাট সিদ্ধান্ত।
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হওয়ার পর অধ্যাদেশ বা আইন তৈরি হলে সমস্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আজ দিনভর বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার নিজেদের মধ্যে বৈঠক করেন। সকালে অমিত শাহ, রাজনাথ সিং এবং প্রহ্লাদ জোশির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। সূত্রের খবর, আগামী বুধবার এই বিল সংসদে আনতে চলেছে মোদি সরকার।
advertisement
বিজেপির তরফের দেশজুড়ে প্রচার অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সংসদে এই বিল পাস হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে মহিলা সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৭ বছর ধরেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে সংসদের উভয়কক্ষে। যদিও শেষ পর্যন্ত তা পাশ করা যায়নি। প্রথমবার মনমোহন সিং সরকার ২০১০ সালে রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করেছিল। তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে এই বিলটি আটকে যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cabinet Meeting: ঐতিহাসিক পদক্ষেপ! মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন, দিনভর বৈঠকের পরে 'বিরাট' সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement