Indian Railways: স্টেশনে দাঁড়িয়েছিলেন যুবতী, সামনে থামল দুটো বাইক! তুলে নিয়ে জোর করে গণস*ঙ্গমের অভিযোগ, ধৃত ২

Last Updated:

Indian Railways: পটনায় রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন যুবতী, তখনই তাঁকে বন্দুক দেখিয়ে দুই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১.৩০ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

স্টেশনে ভয়ঙ্কর ঘটনা
স্টেশনে ভয়ঙ্কর ঘটনা
পটনা: পটনায় রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন যুবতী, তখনই তাঁকে বন্দুক দেখিয়ে দুই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাতের দিকে বলে জানা গিয়েছে। সেই সময় স্টেশনে তেমন ভিড় ছিল না
পুলিশের মতে, দুই দুষ্কৃতী বাইকে চড়ে মহিলার কাছে এসে একটি পিস্তল দেখিয়ে তাকে স্টেশনের কাছে একটি ঘরে তুলে নিয়ে যায়, যেখানে তাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ওই মহিলা পুলিশকে জানান ঘটনার কথা।
advertisement
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পটনা গ্রামীণের পুলিশ সুপার বিক্রম সিহাগ এই ঘটনা প্রসঙ্গে জানান, নির্যাতিতা দাবি করেছেন, দুই ব্যক্তি তার সামনে বন্দুকের ভয় দেখিয়ে স্টেশন থেকে জোর করে তুলে নিয়ে একটি অজানা স্থানে নিয়ে যায় যেখানে তাকে গণধর্ষণ করা হয়।
advertisement
নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সোনু কুমার যাদব, ওরফে সোনু সানাতা নামেও পরিচিত, এবং নিরঞ্জন—উভয়ই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ উঠেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: স্টেশনে দাঁড়িয়েছিলেন যুবতী, সামনে থামল দুটো বাইক! তুলে নিয়ে জোর করে গণস*ঙ্গমের অভিযোগ, ধৃত ২
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement