ছেলের আশায় তান্ত্রিকের আড্ডায় মহিলা! ৬ জন মিলে রেপ করল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রবিবার সন্ধ্যায় তাঁরা যান ব্রহ্মবাবা মন্দির নামে ওই তান্ত্রিকের আড্ডায়৷ ধর্ষিত মহিলার স্বামীর কথায়, 'খুব ভিড় ছিল৷ দেরি হচ্ছিল বলে আমরা তান্ত্রিকের আড্ডাতেই রাতটা কাটিয়ে দেব স্থির করি৷ ঘুমিয়ে পড়েছিলাম৷ হঠাত্ ৫-৬ লোক আমার মুখে কাপড় বেঁধে দিল৷ তীব্র ঝাঁঝাল ওষুধে আমি অজ্ঞান হয়ে গেলাম৷ তারপরেই ওরা আমার স্ত্রীকে সবাই মিলে ধর্ষণ করল৷'
#পাটনা: পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন৷ তান্ত্রিকের আড্ডায় ৬ জন মিলে গণধর্ষণ করল মহিলাকে৷ বিহারের বক্সার জেলার চৌসার ঘটনা৷ মহিলা ও তাঁর স্বামী উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা৷ তান্ত্রিকের কাছে যাবেন বলেই চৌসা গিয়েছিলেন তাঁরা৷
ওই মহিলার স্বামী জানান, পুত্র সন্তানের জন্য তাঁদের গ্রামের লোকেরা পরামর্শ দিয়েছিলেন, চৌসায় ব্রহ্মবাবা মন্দিরের তান্ত্রিকের কাছে যেতে৷ ওই তান্ত্রিকের মন্ত্রপুত ওষুধ খেলেই নাকি পুত্র সন্তান হবে৷ গ্রামবাসীর কথা শুনে, তাঁরা গিয়েছিলেন সেখানে৷
রবিবার সন্ধ্যায় তাঁরা যান ব্রহ্মবাবা মন্দির নামে ওই তান্ত্রিকের আড্ডায়৷ ধর্ষিত মহিলার স্বামীর কথায়, ‘খুব ভিড় ছিল৷ দেরি হচ্ছিল বলে আমরা তান্ত্রিকের আড্ডাতেই রাতটা কাটিয়ে দেব স্থির করি৷ ঘুমিয়ে পড়েছিলাম৷ হঠাত্ ৫-৬ লোক আমার মুখে কাপড় বেঁধে দিল৷ তীব্র ঝাঁঝাল ওষুধে আমি অজ্ঞান হয়ে গেলাম৷ তারপরেই ওরা আমার স্ত্রীকে সবাই মিলে ধর্ষণ করল৷’
advertisement
বক্সার পুলিশে ওই তান্ত্রিক-সহ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করেছেন ওই দম্পতি৷ ধর্ষিত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৬ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিরা পলাতক৷
আরও ভিডিও: দেখুন, কী ভাবে ভাইজাগে ফুটপাথে প্রকাশ্যে ধর্ষণ করছে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2018 6:48 PM IST