ব্যাঙ্কের লাইনে পুরনো প্রেমিক, বাবা-দাদাকে ডেকে প্রেমিককে উত্তম-মধ্যম দিলেন প্রেমিকা !

Last Updated:

মোদির নোট বাতিলের পর যে এরকম সমস্যাও সামনে আসবে, তা হয়তো কোনও দিন ভাবেনি মুম্বইয়ের ৩৫ বছর বয়সি এক ব্যক্তি ৷ ব্যাঙ্কে

#মু্ম্বই: মোদির নোট বাতিলের পর যে এরকম সমস্যাও সামনে আসবে, তা হয়তো কোনও দিন ভাবেনি মুম্বইয়ের ৩৫ বছর বয়সি এক ব্যক্তি ৷ ব্যাঙ্কে টাকা বদলাতে গিয়ে যে এরকম এক বিপত্তিতে পড়বেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি ৷ কিন্তু নিয়তি লিখলেন অন্য কহানিই !
মুম্বইয়ের ট্রিমবাক রোডে এক ব্যাঙ্কে টাকা বদলের লাইনে দাঁড়িয়েছিলেন ৩৫ বছর বয়সি এক ব্যক্তি ৷ হঠাৎই তার ওপর চড়াও হলেন এক মহিলা ৷ খবর অনুযায়ী, সেই মহিলা নাকি ব্যক্তির পুরনো প্রেমিক ৷ টাকা বদলের লাইনে গোটা ঘটনাটাই ঘুরে গেল মহিলার বদলার দিকে ৷ তা কী ঘটল সেদিন ৷
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, ২৩ বছর বয়সি মহিলা জানিয়েছেন প্রায় ৪ বছর আগে প্রেমে ধোকা দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি ৷ তারপরেই শহর থেকে প্রায় চম্পট দেয় ব্যক্তি ৷ ফের দেখা ব্যাঙ্কের লাইনে ৷
advertisement
advertisement
মহিলা পুলিশকে জানিয়েছেন, ব্যাঙ্কের লাইনে ব্যক্তিক দেখেই চিনতে পারে সে ৷ আর দেখা মাত্রই জ্বলে ওঠে বদলার আগুন ৷ লাইনের মধ্যেই পুরনো প্রেমিকের ওপর চড়াও হন মহিলা ৷ এমনকী, ফোন করে বাড়ি থেকে ডেকে আনেন বাবা ও দাদাকেও ৷ মহিলার ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মেয়ের পুরনো প্রেমিককে তুমুল মারধর করেন মেয়েটির বাবা ও দাদা ৷
advertisement
পিটিআই থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায় ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালেও ৷ পুরনো প্রেমিকার পরিবারের কাছে মারধর খেয়ে গুরুতর আহত হয়েছেন ব্যক্তি ৷ স্থানীয় থানায় ব্যক্তিটির নামে অভিযোগও দায়ের করেছে মেয়েটির পরিবার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্কের লাইনে পুরনো প্রেমিক, বাবা-দাদাকে ডেকে প্রেমিককে উত্তম-মধ্যম দিলেন প্রেমিকা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement