একক মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত 'ব্যোমমিত্রা', ইসরো-র 'গগনযান' অভিযানের আগেই মহাকাশে পাড়ি দেবে মহিলা রোবট মহাকাশচারী

Last Updated:

ইসরো-র ‘গগনযান’ অভিযানের আগেই মহাকাশে পাড়ি দেবে ভারতের মহিলা রোবট মহাকাশচারী — ‘ব্যোমমিত্রা’। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই কথা জানিয়েছেন।

ছবি সৌজন্য
ছবি সৌজন্য
ইসরো-র ‘গগনযান’ অভিযানের আগেই মহাকাশে পাড়ি দেবে ভারতের মহিলা রোবট মহাকাশচারী — ‘ব্যোমমিত্রা’। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই কথা জানিয়েছেন। বিজ্ঞান এবং প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (ইন্ডিপেন্ডেন্ট চার্জ)-র মতে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক নাগাদ ব্যোমমিত্রা মিশন হওয়ার কথা। মানুষচালিত অভিযান ‘গগনযান’ আবার দেশের প্রথম মানুষচালিত মহাকাশযান। ওই যানে যাবেন ভারতীয় মহাকাশচারীরা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই অভিযান হওয়ার কথা।
এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার রোবটটির নাম দেওয়া হয়েছে ‘ব্যোমমিত্রা’। এই নামটা এসেছে সংস্কৃত শব্দ থেকে। ‘ব্যোম’ শব্দের অর্থ হল মহাকাশ আর ‘মিত্র’ শব্দের অর্থ হল বন্ধু। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ওই মহিলা রোবট মহাকাশচারীর মধ্যে মডিউল প্যারামিটার, ইস্যু অ্যালার্ট মনিটর করা এবং লাইফ সাপোর্ট অপারেশন কার্যকর করার ক্ষমতা রয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ৬টি প্যানেল পরিচালনা এবং প্রশ্নের জবাব দেওয়ার মতো কাজও করতে পারবে সে।
advertisement
advertisement
ড. জিতেন্দ্র সিংয়ের আরও ব্যাখ্যা, ব্যোমমিত্রা মহাকাশচারীকে এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে মহাকাশের পরিবেশে মানুষের কার্যকলাপ অনুকরণ করতে পারে। সেই সঙ্গে লাইফ সাপোর্ট সিস্টেমের সঙ্গে যোগাযোগও গড়ে তুলতে পারে।
advertisement
উল্লেখযোগ্য ভাবে, গগনযান চালু করার আগে পরীক্ষামূলক যান ফ্লাইট টিভি ডি১ গত বছরের ২১ অক্টোবরই সম্পন্ন হয়েছিল। এটি ক্রু এস্কেপ সিস্টেম এবং প্যারাসুট সিস্টেমের যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে করা হয়েছিল। একটি অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, সমস্ত প্রস্তুতিই সম্পন্ন। এর মধ্যে অন্যতম হল, লঞ্চ ভেহিকেলের মানবিক রেটিং সম্পন্ন করা এবং সমস্ত পরিচালনার পর্যায়ের যোগ্যতাও পর্যালোচনা করা।
advertisement
গগনযান প্রকল্পটি ৪০০ কিলোমিটার কক্ষপথে মহাকাশচারীদের একটি ক্রু চালু করবে। তারপরে ভারতে সমুদ্রের জলে অবতরণ করিয়ে মানব মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। ড. জিতেন্দ্র সিং জানান, গগনযান ৩ গত বছরের ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। আর তা প্রত্যাশা অনুযায়ী স্বাভাবিক ভাবেই কাজ করছে। এর দ্বারা পাঠানো ইনপুটগুলি সময়ে সময়ে শেয়ার করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একক মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত 'ব্যোমমিত্রা', ইসরো-র 'গগনযান' অভিযানের আগেই মহাকাশে পাড়ি দেবে মহিলা রোবট মহাকাশচারী
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement