Woman Reservation Bill: ‘গার্হস্থ্য হিংসাতে পশ্চিমবঙ্গ এক নম্বর’- তোপ দাগলেন অগ্নিমিত্রা

Last Updated:

Woman Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। 

বাংলা তথা গোটা দেশের মহিলারা দেখছেন প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার বিষয়ে কী কী  পদক্ষেপ নিচ্ছেন।
বাংলা তথা গোটা দেশের মহিলারা দেখছেন প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার বিষয়ে কী কী  পদক্ষেপ নিচ্ছেন।
 কলকাতা: মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি বিধায়ক তথা বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রার দাবি,  ‘‘মুখ্যমন্ত্রী কিম্বা তাঁর দল মহিলাদের সামনের সারিতে নিয়ে এলেও বাংলার মহিলারা আজ সুরক্ষিত নয়। গার্হস্থ্য হিংসায় আমাদের বাংলা আজ এক নম্বরে। মহিলা পাচারের পরিসংখ্যানে বাংলা এগিয়ে।’’ নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও  বলেন, ‘‘যারা কন্যাশ্রী প্রকল্প পাচ্ছে তারা ধর্ষণের শিকার হচ্ছে। কোনও বিচার হচ্ছে না। তৃণমূলের মহিলা সমাজ সব দেখে শুনেও চোখ বুঁজে আছে।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন ‘‘ভারতীয় জনতা পার্টির একজন মহিলা বিধায়ক হিসেবে আজ আমি গর্বিত। শুধু আমি নয়, ভারতের সব মহিলারাই যাঁরা নিজেদের কথা বলতে চান। যাঁরা নিজেদের সমাজের কথা বলতে চান, তারা প্রত্যেকেই খুশি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।  বিরোধীরা অনেক কথাই বলছে। কিন্তু বিজেপি কিম্বা প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। ধর্ষণ হলে মৃত্যুদণ্ড হবে।’’ এই বিলও শীঘ্রই আসবে বলেও এই প্রতিবেদককে জানান অগ্নিমিত্রা পাল।
advertisement
বাংলা তথা গোটা দেশের মহিলারা দেখছেন প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার বিষয়ে কী কী  পদক্ষেপ নিচ্ছেন। আগামী দিনে আরও মহিলা নেত্রী রাজনীতিতে উঠে আসবেন। একজন মহিলার দুঃখ কষ্ট বঞ্চনা সহ বিভিন্ন বিষয় যেগুলো মহিলারা বুঝবেন, একজন পুরুষের পক্ষে তা বোঝা সম্ভব নয় বলে স্পষ্ট জানালেন  বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে জাতীয় স্তরের রাজনীতি সরগরম।
advertisement
এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের আমলে মহিলা প্রতিনিধিত্বর সংখ্যা বেড়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কের সংখ্যা হল ৩৪, এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৮ জন মন্ত্রী। এছাড়া লোকসভায় ৯ জন ও রাজ্যসভায় দু’জন মহিলা সাংসদ আছেন। ২০১১ সাল থেকে শুরু। তার পর প্রত্যেকবারই নিয়ম করে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়েছে তৃণমূল।বছর দশক আগে রাজ্যে রাজনৈতিক পালাবদলের যে নির্বাচন হয়েছিল, তাতে তৃণমূল কংগ্রেসের হয়ে ৩১ জন মহিলা প্রার্থী লড়েছিলেন।
advertisement
২০১৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫-এ। আর একুশের নির্বাচনের জন্য ৫০ জন মহিলাকে প্রার্থী করা হয়েছিল বলে তৃণমূল শিবির এই দাবি করার পরিপ্রেক্ষিতেই এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্যতম মুখ অগ্নিমিত্রা পালের কথায়, ‘‘ওরা মহিলা প্রতিনিধিত্ব বাড়ালেও আজ মহিলাদের এ রাজ্যে কোনও সুরক্ষা নেই। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মহিলারা আক্রান্ত হচ্ছেন।’’
advertisement
 Venkateswar Lahiri
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Reservation Bill: ‘গার্হস্থ্য হিংসাতে পশ্চিমবঙ্গ এক নম্বর’- তোপ দাগলেন অগ্নিমিত্রা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement