Torture on Women: অবাধ্যতার অকথ্য ‘শাস্তি’! চলন্ত বাইকের পিছনে বেঁধে পাথুরে রাস্তায় স্ত্রীকে হেঁচড়ে টেনে নিয়ে গেল স্বামী!

Last Updated:

Torture on Women: এভাবেই স্ত্রীকে ‘শাস্তি’ দিল স্বামী৷ এই নারকীয় ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের নগৌর জেলা৷ প্রায় মাসখানেক আগে রেকর্ড করা এই ভিডিও ক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জয়পুর: এক মহিলার দুই পা মুড়িয়ে বাঁধা। ওই অবস্থায় তাঁকে বাঁধা হয়েছে মোটরবাইকের সঙ্গে। তার পর মোটরবাইক চালিয়ে তাঁকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পাথুরে রাস্তার উপর দিয়ে যাচ্ছে বাইকটি। যন্ত্রণায় চিৎকার করছেন মহিলা৷ কিন্তু কেউ এগিয়ে এলেন না তাঁর সাহায্যে৷ এভাবেই স্ত্রীকে ‘শাস্তি’ দিল স্বামী৷ এই নারকীয় ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের নগৌর জেলা৷ প্রায় মাসখানেক আগে রেকর্ড করা এই ভিডিও ক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
শুধু বাইকে বেঁধে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়াতেই শেষ নয়৷ ভিডিওর শেষে দেখা গিয়েছে ওই অভিযুক্ত বাইক থেকে নেমে তার ভূলুণ্ঠিত স্ত্রীর শরীরে পা তুলে দাঁড়াচ্ছে! ৪০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিও দেখে গা গুলিয়ে উঠছে নেটিজেনদের৷ সকলের বিস্ময়বোধক প্রশ্ন, ছবিতে একাধিক পথচলতিকে দেখা গেলেও কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করলেন না৷ বাড়িয়ে দিলেন না সাহায্যের হাত৷ অথচ পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড ঠিক করা হয়েছে! আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার আবহে এই ভাইরাল ভিডিও দেখে ফের শিউরে উঠছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
ছবি : সোশ্যাল মিডিয়া
শোনা গিয়েছে, জয়সলমেরে নিজের বোনের বাড়ি যেতে চেয়েছিলেন বলে এভাবে ‘শিক্ষা’ দেওয়া হয়েছে ওই মহিলাকে৷ আবার এও শোনা যাচ্ছে এর পিছনে আছে বউ কেনার তত্ত্বও৷ প্রসঙ্গত ঝুনঝুনু, নগৌর, পালির মতো রাজস্থানের কিছু জেলায় এখনও চালু আছে মেয়ে ‘কিনে’ এনে বিয়ের তত্ত্ব৷ সাধারণত যে মেয়েদের এভাবে টাকার বিনিময়ে আনা হয় গ্রামে তাঁদের উপর অকথ্য অত্যাচার চালায় স্বামীরা৷ এমনকী, মাঝে মাঝে নারকীয় সেই খেলায় অংশ নেয় অন্য পুরুষরাও৷
advertisement
আরও পড়ুন : আসছে ভাদ্রমাস, অঢেল উপকারী হলেও ডায়াবেটিসে কি তালের বড়া খাওয়া যায়? পাকা তাল খেলে কতটা বাড়ে ব্লাড সুগার? জানুন
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ভাইরাল এই ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছে, সেই প্রেম রাম মেঘওয়ালের বয়স চল্লিশের কোঠায়৷ মাদকাসক্তির অভিযোগ আছে তার বিরুদ্ধে৷ শোনা যাচ্ছে, ১০ মাস আগে ২ লক্ষ টাকা দিয়ে সে তার স্ত্রীকে কিনে এনেছে৷ অভিযুক্ত প্রেম রামকে গ্রেফতার করা হয়েছে৷ তার স্ত্রী এখন জয়সলমেরে৷ যে ব্যক্তি কোনওরকম সাহায্য না করে মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করেছে তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে৷ তদন্তকারীর জানিয়েছেন নির্যাতিতার বয়ান গ্রহণের পর প্রেম রাম মেঘওয়ালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Torture on Women: অবাধ্যতার অকথ্য ‘শাস্তি’! চলন্ত বাইকের পিছনে বেঁধে পাথুরে রাস্তায় স্ত্রীকে হেঁচড়ে টেনে নিয়ে গেল স্বামী!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement