Supreme Court on Divorce Case: বিয়ের ১৮ মাসেই বিচ্ছেদ, স্বামীর থেকে ১২ কোটি টাকা- বিএমডব্লিউ দাবি মহিলার! শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

Last Updated:

১৮ মাস আগে ওই মহিলার বিয়ে হয়৷ কিন্তু তার পরই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত মামলা গড়ায় শীর্ষ আদালতে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বিয়ের ১৮ মাসের মধ্যেই বিচ্ছেদ৷ তার পর বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন খোরপোষ বাবদ স্বামীর থেকে ১২ কোটি টাকা এবং বিএমডব্লিউ গাড়ি চাইলেন স্ত্রী৷
মহিলার এ হেন দাবি শুনে বিস্ময় প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ স্বামী-স্ত্রীর মধ্যে খোরপোষ সংক্রান্ত এই মামালাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে উঠেছিল৷ স্বামীর থেকে ১২ কোটি টাকা, বিএমডব্লিউ গাড়ি এবং থাকার জন্য একটি বাড়ি দাবি করেছিলেন ওই মহিলা৷
ভরণপোষণ বাবদ মহিলার এই দাবি শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি এত উচ্চশিক্ষিত, অন্যের মুখাপেক্ষী না হয়ে আপনার নিজেরই উপার্জন করে খাওয়া উচিত৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ১৮ মাস আগে ওই মহিলার বিয়ে হয়৷ কিন্তু তার পরই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত মামলা গড়ায় শীর্ষ আদালতে৷
স্বামীর কাছ থেকে মহিলা যা দাবি করেছেন, তা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ এমবিএ করেছেন৷ বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার চাকরির প্রচুর সুযোগ রয়েছে৷ আপনি কেন নিজে চাকরি করছেন না? বিস্মিত প্রধান বিচারপতি আরও বলেন, মাত্র ১৮ মাস আগে আপনার বিয়ে হয়েছে৷ আর এখন আপনি স্বামীর থেকে বিএমডব্লিউ চাইছেন?
advertisement
নিজের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওই মহিলা আদালতকে জানান, তাঁর স্বামী অত্যন্ত ধনী৷ মহিলার আরও দাবি, তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি করে স্বামীই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন৷
যদিও ওই মহিলাকে প্রধান বিচারপতি জানিয়ে দেন, স্বামীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আপাতত একটি ফ্ল্যাট পেতে পারেন তিনি৷ কারণ তিনি সক্ষম হলেও নিজে উপার্জন করতে চান না৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Divorce Case: বিয়ের ১৮ মাসেই বিচ্ছেদ, স্বামীর থেকে ১২ কোটি টাকা- বিএমডব্লিউ দাবি মহিলার! শুনে কী বলল সুপ্রিম কোর্ট?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement