Crime news: আট বছরের চেষ্টায় মা হলেন মহিলা! কুড়ি দিনের মাথায় যা ঘটালেন, স্তম্ভিত পুলিশও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দিন রাতে নিজের ঠাকুমার পাশে দোলনায় শুয়ে শিশুটি ঘুমোচ্ছিল৷
জয়পুর: বিয়ের পর দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কোনও সন্তান আসছিল না দম্পতির কোলে৷ শেষ পর্যন্ত ৮ বছরের অপেক্ষার পর ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র কুড়ি দিনের মাথায় নিজের সেই সদ্যোজাত সন্তানকেই জলে ডুবিয়ে মারলেন মা!
শিউড়ে ওঠার মতো এই ঘটনা ঘটেছে রাজস্থানের নিম কা থানা এলাকার জিলো গ্রামে৷ দু দিন আগেই বাড়ির জলের ট্যাঙ্ক থেকে ওই সদ্যোজাতের দেহ উদ্ধার হয়৷ শিশুটির দেহ উদ্ধারের পর প্রথমে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বাইরের কেউ এসে শিশুটিকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছে৷ শিশুটির মা ওই মহিলাও কান্নাকাটি করে পরিবার এবং পুলিশের কাছেও একই দাবি করেন৷
advertisement
advertisement
কিন্তু তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং শিশুটির মায়ের অসলংগ্ন বয়ানে অন্য রহস্যের সন্ধান পায় পুলিশ৷ শেষ পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে ওই মহিলা স্বীকার করে নেন, তিনি নিজেই তাঁর সন্তানকে জলে ডুবিয়ে খুন করেছেন৷
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দিন রাতে নিজের ঠাকুমার পাশে দোলনায় শুয়ে শিশুটি ঘুমোচ্ছিল৷ হঠাৎই পরিবারের সদস্যরা দেখেন, শিশুটি সেখানে নেই৷ খোঁজাখুঁজির সময় দেখা যায়, বাড়ির জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা৷ তখনই জলের ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, সম্ভবত মানসিক অবসাদ থেকেই ওই মহিলা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন৷ মহিলার পরিবারের দাবি, পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাঁকে কীভাবে বড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন ওই মহিলা৷ সেই অবসাদ থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন৷ যদিও মহিলার নিজের সদ্যোজাত সন্তানকে হত্যার পিছনে অন্য কোনও কারণে আছে কি না, তদন্ত করে তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
মহিলার স্বামী কৃষ্ণ কুমার রাজস্থান সরকারের দমকল বিভাগে কর্মরত রয়েছেন৷ তিনি জানিয়েছেন, সন্তানের আশায় দিনের পর দিন চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী৷ মন্দিরে মন্দিরে প্রার্থনাও করেছেন৷ তার পরেও ওই মহিলা কী করে এমন কাণ্ড ঘটালেন, তা ভেবে পাচ্ছে না কেউ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 7:59 PM IST