#গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হিমন্ত বিশ্ব শর্মাকে (Himanta Biswa Sarma) 'গোমাংস' উপহারের প্রস্তাব দিয়ে হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন এক মহিলা। সেই 'অপরাধে' মহিলাকে জেলে যেতে হল বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। যদিও এটি জামিনযোগ্য ধারার অপরাধ বলে পরে মুক্তি পান ওই মহিলা। এক পুলিশ অফিসার জানিয়েছেন, 'গতকাল এক মহিলা আপত্তিকর পোস্ট করেছিলেন তার হোয়াটসঅ্যাপে স্টেটাসে। একটি মামলা রুজু করে আমরা তাকে গ্রেফতার করেছি। এটি জামিনযোগ্য অপরাধ বলে পরে সে মুক্তি পায়।'
'অভিযুক্ত' নলবাড়ির কামারকুচি গ্রামের সংখ্যালঘু বিজেপি মোর্চার এক স্থানীয় নেতার মেয়ে। অসমে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই পশু বিল এনেছেন। সেখানে বলা হয়েছে, গোমাংস সেখানেই একমাত্র খাওয়া যাবে, যে এলাকায় ১০০ শতাংশ মানুষই গোমাংস খায় এমন সম্প্রদায়ভুক্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'এই বিলের মাধ্যমে ভিনরাজ্য থেকে অসমে পশু পাচার বন্ধ করার চেষ্টা করতে চলেছি আমরা। রাজ্যে সম্পূর্ণরূপে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার। যদি গোমাংস খাওয়া নিয়ে অশান্তি তৈরি হয় তবে তা বন্ধ করা হবে না কেন?'
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, '১৯৫০ থেকে ভারতে পশু বিল রয়েছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। অসমে কোনও গণপিটুনির ঘটনা হবে না। আমি ১০০ শতাংশ আশ্বাস দিতে পারি। এই রাজ্যে মুসলিমরা খুবই শান্তিতে রয়েছেন।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।