কোনও শাহ কোনও সুলতান আমাদের উপর হিন্দি চাপাতে পারবেন না: কমল হাসান

Last Updated:

হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে জাল্লিকাট্টুর থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি কমল হাসানের

#চেন্নাই: গোটা দেশের সাধারণ ভাষা হবে হিন্দি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান ৷ বললেন, কোনও শাহ, কোনও সম্রাট বা সুলতানের ক্ষমতা নেই, দেশ তৈরির সময় দেওয়া ঐক্যের প্রতিশ্রুতি ভঙ্গ করবে ৷’ হিন্দিকে তুলে ধরা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা আসার পরই বিক্ষোভ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে। প্রশ্ন উঠছে, এবার কী তবে এক দেশ - এক ভাষার পথে মোদি সরকার?
জাতীয় হিন্দি দিবসে যেভাবে হিন্দিকে গুরুত্ব দেওয়ার সওয়াল করেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাতে দেওয়াল লিখনটা স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। দাবিটা পুরনো। সেই জনসংঘের আমলের। এবার কী সেটাই কার্যকর করার পথে মোদি সরকার? কেন্দ্রের এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব কমল হাসান ৷
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা ৷ কমল হাসান বলেন, ‘জোর করে হিন্দিকে চাপিয়ে দিলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না ৷ তামিল আমাদের মাতৃভাষা ৷ ঐক্যবদ্ধ ভারত কারোর একচেটিয়া সম্পত্তি নয় ৷ জাল্লিকাট্টু শুধুমাত্র একটা প্রতিবাদ ছিল ৷ নিজেদের মাতৃভাষার জন্য আন্দোলন তার চেয়েও অনেক বড় হবে ৷’
advertisement
advertisement
একইসঙ্গে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা সব ভাষাকে সম্মান করি ৷ মাতৃভাষা তামিল হলেও আমরা খুব খুশি হয়েই বাংলায় লেখা জাতীয় সঙ্গীত গাই, কারণ কবি ভারতের সমস্ত ভাষাকে সম্মান দিয়েই গানটি লিখেছিলেন ৷ সেই কারণেই এটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত ৷’
শনিবার অমিত শাহ বলেন, ‘দেশের স্বার্থেই অভিন্ন ভাষার প্রয়োজন ৷ উত্তর পূর্বেও বাধ্যতামূলক ভাবে হিন্দি শেখানো হবে ৷ সেখানকার প্রতিটি বাচ্চাও হিন্দিই বলবে ৷ কারোরই হিন্দিতে আপত্তি থাকা উচিত নয় ৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি সওয়ালের বিরোধিতায় এককাট্টা বিরোধীরা। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় ৷ মাতৃভাষা তামিলকে নিয়ে আন্দোলনে দক্ষিণীরা ৷ তাদের আন্দোলনকে আরও জোরদার করল কমল হাসানের ভিডিও বার্তা ৷
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে প্রতিবাদে সরব হন ডিএমকে নেতা স্ট্যালিনও ৷ বলেন, ‘আমরা ইন্ডিয়ার নাগরিক। হিনদিয়ার নয়। আমরা বরাবর হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছি। প্রধানমন্ত্রী এনিয়ে অবস্থান স্পষ্ট না করলে আন্দোলন হবে ৷’
ট্যুইটে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, ‘আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি, কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয় ৷’
advertisement
২০১৪ সালের পরই এক দেশ - এক ভাষা নিয়ে বিজেপির ওপর চাপ বাড়িয়েছে আরএসএসের মতো সংগঠন। এতে হিন্দি বলয়ে ভোটের অঙ্ক তো আছেই, সঙ্গে আছে ভাষা আবেগ নিয়ে সংঘের নিজস্ব সমীকরণ। তাই কী এবার নরেন্দ্র মোদি - অমিত শাহদের ভাষা মিশন?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোনও শাহ কোনও সুলতান আমাদের উপর হিন্দি চাপাতে পারবেন না: কমল হাসান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement