উঠল ‘জাল্লিকাট্রু’-র উপর থেকে নিষেধাজ্ঞা
Last Updated:
বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘জাল্লিকাট্টু’-র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার ৷ বেশ কয়েকদিন ধরেই তামিলনাড়ুর এই জনপ্রিয় উৎসব নিয়ে বিতর্ক চলচ্ছিল বিভিন্ন মহলে ৷ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তবে কি সেই কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্রীয় সরকার ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷
#চেন্নাই: বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘জাল্লিকাট্টু’-র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার ৷ বেশ কয়েকদিন ধরেই তামিলনাড়ুর এই জনপ্রিয় উৎসব নিয়ে বিতর্ক চলচ্ছিল বিভিন্ন মহলে ৷ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তবে কি সেই কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷
নিষেধাজ্ঞা তো দুরের কথা ৷ বরং ‘জাল্লিকাট্টু’ আয়োজন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ শুক্রবার এমনটাই জানালেন সড়ক পরিবহন মন্ত্রী এবং বিজেপি সাংসদ পন রাধাকৃষ্ণণ ৷ এদিন তিনি বলেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেড়েকর ফোনের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন ৷ .
পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেড়কর বলেন, ‘তামিলনাড়ুতে জাল্লিকাট্টু, কর্ণাটকে কম্বলা হচ্ছে ষাঁড়েদের নিয়ে কিছু খেলা যা শতাব্দী ধরে দেশের বিভিন্ন জায়গা খেলা হয়ে থাকে ৷ এই খেলাগুলি আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ’ ৷ দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সম্মান রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে একই সঙ্গে প্রাণীদের যাতে কোনওরকম নিষ্ঠুরতার শিকার না হতে হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে ৷এর আগে জাল্লিকাট্টু উৎসব নিষিদ্ধ করেছিল ভারতের শীর্ষ আদালত ৷ বিনোদনের জন্য দেশে যে সমস্ত উৎসবে ষাঁড়েদের ব্যবহার করা হয় সেই সমস্ত খেলাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ৷ তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে চলে আলছে এই অনুষ্ঠান ৷ এই সময় ষাঁড়েদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে এই প্রথা নিষিদ্ধ করা দাবী জানিয়েছিল পশু প্রতিপালন মন্ত্রক ৷
advertisement
advertisement
তবে জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধিতা করেছেন PETA-র ডিরেক্টর ডা: মানিলাল ৷ ‘বিনোদনের নামে ষাঁড়েদের উপর অত্যাচার চালানো হয় ৷ সরকার রাজনৈতিক কারণে এই পদক্ষেপ নিচ্ছে যা মেনে নেওয়া যায় না ৷ দরকার হলে এর বিরুদ্ধে আমরা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব’, বলে জানান মানিলাল ৷ তবে মানিলালের দাবিকে খারিজ করে ডিএমকে নেতা জানান, ‘এটি একটি সাংস্কৃতিক ঘটনা, কোন রাজনৈতিক ইস্যু নয় ৷ আমরা সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলছি ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2016 2:10 PM IST