#লন্ডন:রজার ফেডেরারকে হারিয়ে পঞ্চম বারের জন্য উইম্বলডন জিতলেন নোভাক জোকোভিচ ৷ ৪ ঘন্টা ৫৫ মিনিটের লড়াইতে সার্বিয়ান তারকা জিতলেন ফেডেরারকে হারিয়ে ৷ এদিন খেলার ফল জোকোভিচের পক্ষে ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬(১৩-১২) ৷
জমজমাট উইম্বলডন ৷ ফাইনালে দুই সেরার লড়াই দেখল টেনিস দুনিয়া ৷ এদিন শুরু থেকে স্বাভাবিকভাবেই লড়াই ছিল রুদ্ধশ্বাস ৷ ম্যাচ যখন শুরু হয়েছিল তখন নোভাক জোকোভিচের গ্র্যান্ডস্ল্যাম ছিল ১৫ টি, আর ফেডেরারে-র গ্র্যান্ডস্ল্যাম ছিল ২০ টি ৷
এদিন উইম্বলডন সেন্টার কোর্টে রচিত হল যেন মহাকাব্য ৷ ফেডেক্সের ক্লাসিক টাচ বনাম জোকারের পাওয়ারের লড়াই যাঁরা দেখলেন তাঁদের মনে-র মনিকোঠায় জায়গা করে নিল এই লড়াই ৷ ৩৭ ফেডেরার ও ৩২ -র জোকোভিচ যখন লড়ছিলেন তখন মনে হচ্ছিল না বয়স কোনও বাধা হতে পারে ৷ দুই তারকার এক ইঞ্চি জমি না ছেড়ে দেওয়ার জন্য আগ্রাসী মনোভাব আরও একবার কুর্নিশ করল বিশ্ব ৷
100 minutes on the clock for this deciding set#Wimbledon pic.twitter.com/phLJDaVHke
— Wimbledon (@Wimbledon) July 14, 2019
The second-longest singles final in our history.#Wimbledon pic.twitter.com/Kp388LgeYx — Wimbledon (@Wimbledon) July 14, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Novak Djokovic, Roger Federer, Wimbledon, উইম্বলডন, নোভাক জোকোভিচ, রজার ফেডেরার