#নয়াদিল্লি: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান পরিবহন নিয়মিত করতে কেন্দ্রীয় সরকার ইচ্ছুক। আশা করা যায়, আগামী আগস্ট মাসের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশি মাত্রায় বিমান চালানো সম্ভব হবে। মে মাসের ২৫ তারিখ থেকে দেশে বিমান পরিষেবা চালানোর বিষয়ে কথা বলতে গিয়ে এদিন এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি জানিয়েছেন, বন্দে ভারত বিমান পরিষেবা চলবে। তবে আপাতত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেশের মধ্যেই বিমান পরিষেবা চালানোর দিকে নজর দিচ্ছে। তিনি জানিয়েছেন, সরকার বন্দে ভারত মিশনের প্রথম ২৫ দিনে মোট ৫০ হাজার ভারতীয়কে দেশে ফেরাতে পারবে।
তাই আপাতত দেশের মধ্যে এই বিমান পরিষেবায় কেমন ফল পাওয়া যায়, সেটা খতিয়ে দেখতে চাইছে সরকার। তারপর, সেই পরিষেবার ফলাফল দেখে তবেই পরবর্তীতে আন্তর্জাতিক বিমান পরিষেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AIR TICKET, CIVIL AVIATION MINISTER, Hardeep Singh Puri, Lockdown