হামলার যোগ্য জবাব দেব, কড়া সুরে হুঁশিয়ারি রাজনাথের

Last Updated:

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে ঠিকই কিন্তু যে কোনও জঙ্গি হামলার মুখ্য জবাব দেব ৷ শনিবার ভোর রাতে পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় এই সুরেই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷

#নয়াদিল্লি: প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে ঠিকই কিন্তু যে কোনও জঙ্গি হামলার মুখ্য জবাব দেব ৷ শনিবার ভোর রাতে পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় এই সুরেই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
পাঠানকোটে এদিন ভোর রাতে সেনার পোশাকে বিমানঘাঁটিতে ঢুকে হামলা চালায় ছ’জন জইশ-ই-মহম্মদ সদস্য ৷ ৬ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের পর মারা যায় চার জঙ্গি ৷ বাকি জঙ্গিদের খোঁজে চলছে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি ৷ সেনাবাহিনীর জওয়ানদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জওয়ানরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করছে, তাতে তাঁদের জন্য গোটা দেশ গর্বিত ৷ জঙ্গিদের গুলিতে মৃত জওয়ানদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি পাকিস্তানকে কড়া সুরে তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ ৷ তাঁদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কই কাম্য৷ তবে জঙ্গি হামলা মেনে নেওয়া হবে না ৷ তার যোগ্য জবাব দেবে ভারত ৷’
advertisement
বড়দিনে আফগানিস্তান সফর সেরে ভারতে ফেরার পথে ঝটিকা সফরে পাকিস্তানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্দেশ্য ছিল, নওয়াজ শরিফের জন্মদিন ও তাঁর নাতনির নিকাহ্ অনুষ্ঠানে সামিল হওয়া ৷ এরই মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকও সারেন দু’দেশের প্রধানমন্ত্রীরা ৷ সীমান্তে জঙ্গি হামলা অব্যাহত থাকলেও ভারত-পাকিস্তান দু’দেশের বিদেশ মন্ত্রকের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে বছর শেষ হতে উন্নত হয়েছিল ভারত-পাক সম্পর্ক ৷ কিন্তু নতুন বছরের দ্বিতীয় দিনে এই জঙ্গি হামলায় পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থান এখন প্রশ্নের মুখে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হামলার যোগ্য জবাব দেব, কড়া সুরে হুঁশিয়ারি রাজনাথের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement