Farmers on Protest : 'করোনা টেস্ট কিট ও ভ্যাকসিন পাবেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা' : অনিল ভিজ

Last Updated:

অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের কাছে ভিজের আর্জি, "গুজবে কান না দিয়ে আগের মতোই কাজ চালিয়ে যান"৷

মঙ্গলবার আন্দোলনরত কৃষকদের কাছেও পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী৷ তাঁর কথায়, "প্রত্যেক দু'দিনে আমাদের চিকিৎসকরা কৃষকদের পরীক্ষা করবেন ৷ তাঁদের প্রয়োজনীয় কিট, ওষুধ, অক্সিমিটার দেওয়া হচ্ছে ৷"রাজ্যের করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ৷ রাজ্যের পর্যবেক্ষণ কমিটির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হরিদ্বারের কুম্ভ মেলা থেকে রাজ্যে ঢোকার পথে প্রতিটি চেক-পয়েন্টে তীর্থযাত্রীদের করোনা পরীক্ষা অবশ্যই করতে হবে ৷রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন যে, এখুনি হরিয়ানায় কোনো লকডাউন নয়৷
advertisement
অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের কাছে ভিজের আর্জি "গুজবে কান না দিয়ে আগের মতোই কাজ চালিয়ে যান"৷ সংলগ্ন রাজ্য দিল্লির থেকে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় অক্সিজেন, বেড আর ওষুধ যথেষ্ট পরিমাণে মজুত আছে ঘোষণা করে মানুষকে ভরসা জুগিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী৷
advertisement
স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, হরিয়ানার বর্তমান অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪২০০০-এর বেশি ৷ আর তার বেশিরভাগই দিল্লির গুরগাঁও, ফরিদাবাদ, সোনিপাতের বাসিন্দা ৷ তবে মোট অ্যাকটিভ রোগীর মধ্যে ৩০,০০০ রোগীকে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে ৷ মেডিক্যাল অক্সিজেনের অভাব বা তা নিয়ে কোনও কালোবাজারি হচ্ছে না বলে নিশ্চিত করেছে ড্রাগ আর পুলিশ কর্তৃপক্ষ৷ হরিয়ানায় করোনা সংক্রমণের কোনো রকম লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে তাঁর কোভিড টেস্ট করা হচ্ছে ৷ রাজ্যের কোথাও কোনো ধর্মীয়, রাজনৈতিক আর সামাজিক জমায়েতের ক্ষেত্রে কড়া নিরাপত্তাবিধি মেনে চলতে হবে ৷ দেশজুড়ে চরম দুরবস্থা চললেও রাজ্যবাসীর জন্য আশার বাণীই শোনালেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers on Protest : 'করোনা টেস্ট কিট ও ভ্যাকসিন পাবেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা' : অনিল ভিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement