হোম /খবর /দেশ /
জঙ্গি নিধনের অনুমতি জওয়ানদের কি নির্বাচন কমিশন দেবে

জঙ্গি নিধনের অনুমতি জওয়ানদের কি এবার নির্বাচন কমিশন দেবে ? জনসভা থেকে প্রশ্ন ছুঁড়লেন মোদি

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: রবিবার দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ একদিকে তাপমাত্রার পারদ যেমন চরছে ৷ অন্যদিকে, ষষ্ঠ দফার নির্বাচনকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তাপও ক্রমশ চরছে ৷ ভোট-ষষ্ঠীর দিনেও উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদি ৷ জনসভায় হাজির জনগণের উদ্দেশে মোদি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘জঙ্গি নিধনের জন্য ভারতীয় জওয়ানদের কি এখন নির্বাচন কমিশনের অনুমতি লাগবে ?’

    রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় গুলির লড়াই ৷ গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা ৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ ৷ চলছে চুলচেরা তল্লাশি ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ উল্লেখ্য, জম্ম-কাশ্মীরের সাতটি আসনে গত সপ্তাহেই নির্বাচন সম্পন্ন হয়েছে ৷

    এদিন উত্তরপ্রদেশের কুশিনগরে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকেই মোদি বলেন, ‘আমাদের দেশের জওয়ানদের উপরে জঙ্গিরা বন্দুক-বোমা নিয়ে হামলা চালানোর চেষ্টা করলে সেই মুহূর্তে কী নির্বাচন কমিশনের আধিকারিকদের থেকে জঙ্গিদের উপর হামলা চালানোর অনুমতি নিতে হবে ?’

    বালাকোট এয়ারস্ট্রাইকের পর ভারতীয় সেনাকে হাতিয়ার করে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন বিজেপি ৷ এমনটাই অভিযোগে বারবার সরব হয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা ৷ সেই ইস্যুটি নিয়েই এদিন সরব হলেন মোদি ৷

    First published:

    Tags: Indian Army, Jammu And Kashmir, Narendra Modi, Shopian