আস্থা ভোটের আগেই কি মুখ্য়মন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফা ? জল্পনা তুঙ্গে . . .

Last Updated:

আস্থা ভোটের আগেই ইয়েদুরাপ্পার ইস্তফা ? জল্পনা তুঙ্গে ! চলছে শেষ মুহূর্তের রুদ্ধদার বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন ইয়েদুরাপ্পা, প্রকাশ জাভড়েকর, মূরলীধর রাও সহ প্রমুখরা ৷

#বেঙ্গালুরু: আস্থা ভোটের আগেই মুখ্য়মন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফা ? জল্পনা তুঙ্গে ! চলছে শেষ  মুহূর্তের  রুদ্ধদার বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন ইয়েদুরাপ্পা, প্রকাশ জাভড়েকর, মূরলীধর রাও সহ প্রমুখরা ৷
না কি সব জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভায় সংখ্য়াগরিষ্ঠতা প্রমাণ করবে ইয়েদুরাপ্পা সরকার ? বিগত কেয়েকদিন ধরেই কর্ণাটকের রাজ্য রাজনীতি উথাল-পাথাল ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্য়ে আসার পরই বিজেপি ও জেডিএস-কংগ্রেস জুটি রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিল ৷
কর্ণাটক বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বৃহত্তম দল হিসাবে বিজেপিকে (মোট প্রাপ্ত আসন ১০৪, সরকার গঠনে দরকার ১১২ আসন) সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন এবং নির্দেশ ছিল ১৫ দিনের মধ্যে বিধানসভায় আস্থা অর্জন করতে হবে ৷ রাজ্যপালের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেস-জেডিএস জুটি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ৷ এই মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এই ব্যাপারে হস্তক্ষেপ করবেনা শীর্ষ আদালত ৷
advertisement
advertisement
তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর ৷ মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ১৫ দিন নয়, ১৯ মে বিকেল ৪টেয় বিধানসভায় আস্থা অর্জন করতে হবে ইয়েদুরাপ্পা মন্ত্রীসভাকে ৷
জেডিএস-কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এমএলএ কেনা-বেচার অভিযোগ করে বিক্ষোভে ফেটে পড়ে ৷ বিজেপির হাত থেকে দলীয় বিধায়কদের বাঁচাতেই ভিন রাজ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল জেডিএস-কংগ্রেস ৷ প্রবল বিক্ষোভের মধ্যে শপথগ্রহণ করেছিলেন ইয়েদুরাপ্পা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আস্থা ভোটের আগেই কি মুখ্য়মন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফা ? জল্পনা তুঙ্গে . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement