Tripura | manik saha | narendra modi: কাজে লেগেছে মোদি-মানিক ম্যাজিক! ত্রিপুরার ডাবল ইঞ্জিনের 'মুখ' বাছতে পুরনো ফর্মুলাই ভরসা বিজেপির?
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মাণিক সাহার স্বচ্ছ ভাবমূর্তির উপরে ভরসা করতে পারেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আগরতলা: শেষ হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গত ২ মার্চ ফের দ্বিতীয় বারের জন্য ত্রিপুরার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। যদিও এই পথচলা মোটেই সহজ ছিল না বিজেপির পক্ষে। বিরোধী শিবিরের রাজনৈতিক কৌশল, বাম-কংগ্রেস জোট ও তিপ্রামোথাকে টেক্কা দিয়ে শেষমেশ জয় পেয়েছে বিজেপি। জনতার রায়ে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দখলে গিয়েছে ৩২টি আসন। আর সহযোগী দল আইপিএফটি পেয়েছে আরও ১টি আসন। সবমিলিয়ে বিজেপি - আইপিএফটির ঝুলিতে গিয়েছে ৩৩টি আসন। যা ম্যাজিক ফিগারের চেয়ে ২ অঙ্ক বেশি।
রাজনৈতিক মহলের মতে, এই জয়ের নেপথ্যে যে মানুষটি দিনরাত এক করে দিয়েছেন তিনি অবশ্যই ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টানা ১০ মাস ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে মন দিয়েছেন সংগঠনেও। ত্রিপুরা বিজেপির অনেকেই এখন বলছেন, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির প্রত্যাবর্তনে অনেকটাই কাজ করেছে মানিক ম্যাজিক।
আরও পড়ুন: পরনে সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল! ত্রিপুরার 'দিদি' প্রতিমা ভৌমিকই কি বিজেপির 'মমতা'?
সাংবিধানিক রীতি অনুযায়ী শুক্রবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপর পার্টির পক্ষ থেকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। রাজনীতির কারবারিদের কাছে অতি 'ভদ্রলোক' হিসাবেই পরিচিত এই মানিক সাহাই কি হতে চলেছেন সেই মুখ? জল্পনা তুঙ্গে।
advertisement
advertisement
২০২৩-এ বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেও ত্রিপুরায় একাধিকবার গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর নির্বাচন ঘোষণার পরেও কয়েক দফায় নির্বাচনী প্রচারে রাজ্যে ছুটে গিয়েছেন তাঁরা। বারবার তাঁদের মুখো শোনা গিয়েছে ডাবল ইঞ্জিন সরকারের কথা। আর ত্রিপুরা বিজেপির একাংশের দাবি, এই ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে কাণ্ডারীর ভূমিকায় ছিলেন মানিক সাহা।
advertisement
আরও পড়ুন: রফায় রাজি! তবে মানতে হবে দাবি, বিজেপি-কে কী শর্ত দিলেন তিপ্রামোথার মাণিক্য?
গত ১০ মাসে মানিক সাহার একাধিক প্রশাসনিক পদক্ষেপ ত্রিপুরায় বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে। তাঁর আমলেই ত্রিপুরায় শুরু হয়েছে 'সুশাসন অভিযান'-এর মতো প্রকল্প। 'আমার সরকার' নামের ওয়েব পোর্টালের মাধ্যমে নিজ নিজ এলাকার সমস্যার সার্বিক চিত্র তুলে ধরতে পেরেছেন আমজনতা। তবে মানিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ডিএ। তিন দফায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মোট ২০ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল মানিকের আমলে।
advertisement
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার পাশাপাশি শোনা যাচ্ছে ধনপুর কেন্দ্র থেকে জয়ী প্রতিমা ভৌমিকের নামও। কোনও শিবিরই এ প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও, মোদি-মানিকের জুটি যে খুব একটা খারাপ ছিল না তা এক কথায় স্বীকার করছেন ত্রিপুরা বিজেপির একাংশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tripura
First Published :
March 05, 2023 7:22 PM IST