Viral Video: এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুই বিশালাকার সাপ, ঘটাচ্ছে এমন কাণ্ড, দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বুন্দেলখণ্ডের মিলিটারি ক্যান্টনমেন্ট এলাকায় লাগাতার কয়েক দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুই সাপ, আর যখন তখন লিপ্ত হচ্ছেন মিলনে। যা েদখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সাপ দুটি এলাকা না ছাড়ায় স্থানীয়দের মধ্যে রয়েছে আতঙ্ক।

বুন্দেলখন্ড: দুই সাপের শঙ্খ লাগা অর্থাৎ মিলন মুূহুর্ত চোখে দেখাকে শুভ বলে মানা হয়। সাপের মিলনের সময় লাল, সাদা কাপড় ফেলে দিলে সাপেরা সেই কাপড় নিয়ে মিলন করলে সেই কাপড় নাকি পবিত্র হয়ে যায়। সেই কাপড়ের টুকরো শুভ কাজে ব্যবহার করেন অনেকে। কিন্তু লাগাতার কয়েক দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুই সাপ, আর যখন তখন লিপ্ত হচ্ছেন মিলনে। যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সাপ দুটি এলাকা না ছাড়ায় স্থানীয়দের মধ্যে রয়েছে আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের মিলিটারি ক্যান্টনমেন্ট এলাকায়। পাহাড়ি এলাকা হওয়ায় পাশের জঙ্গল থেকে দুটি বিশাল আকাররে শাপ জনবসতিপূর্ণ এলাকায় ঢোকে। তাদের একাধিকবার একাধিক জায়গায় দেখা গিয়েছে। আর আশ্চর্যের বিষয় হল তাদের একাধিকবার শঙ্খ লাগছে। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন। ক্যামেরাবন্দি করছেন মুহূর্ত ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। তবে কেন সাপ দুটি এলাকা ছাড়ছে না তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা।
advertisement
advertisement
বেশ কয়েক দিন ধরে সাপ দুটি এলাকা না ছাড়ায় ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ায় শেষমেশ খবর দেওয়া হয় বন দফতরে। সেখান থেকে সাপ উদ্ধারকারী দলের তরফ থেকে এক প্রতিনিধি পাঠানো হয়। সেই সাপ উদ্ধারকারী দলের প্রতিনিধিকেও সাপ দুটিকে উদ্ধাপ করতে যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টা সাপ দুটিকে উদ্ধার করা হয়।
advertisement
বন দফতের আধিকারিক যখন ঘটনাস্থলে পৌছায় তখন মিলনরত অবস্থায় সাপটি গর্তের মধ্যে প্রবেশ করে যায়। ওই আধিকারিক প্রথমে একটি সাপকে টেনে বের করে আনে। সেই সময় সাপটিকে বেশ ক্ষুব্ধ দেখায়। পরে গর্ত থেকে দ্বিতীয় সাপটিকেও উদ্ধার করা হয়। সাপ দুটির দৈর্ঘ্য ৮ থেকে ৯ ফুট। গরমের কারণেই সাপের গর্ত থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করছে। সাপ দুটি উদ্ধার হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুই বিশালাকার সাপ, ঘটাচ্ছে এমন কাণ্ড, দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement