কুণালকে ব্যান করল ৪টি বিমান সংস্থা, 'সাধ্বী প্রজ্ঞাকে কেন নয়?' প্রশ্ন নেটিজেনদের

Last Updated:

কুণালের বিরুদ্ধে অভিযোগ, রিপাবলিক টিভি-র সাংবাদিক অর্ণব গোস্বামীকে বিমানে উত্যক্ত করে বচসা করেন কুণাল৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে৷

#নয়াদিল্লি: রিপাবলিক টিভি-র সাংবাদিক অর্ণব গোস্বামীকে বিমানে উত্যক্ত করার জন্য স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরাকে প্রথমে ব্যান করে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া৷ এ বার স্পাইস জেট ও গো এয়ার-ও কুণালকে ব্যান করল৷ স্পাইস জেট জানিয়ে দিয়েছে, পরবর্তী নোটিস না-পাওয়া পর্যন্ত কুণাল কামরার উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে৷ অন্যদিকে, কুণালকে ব্যান করার পরে ইন্টারনেটে দাবি উঠেছে, কুণালের বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নেওয়া হলে, কেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরে বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না?
advertisement
কুণালের বিরুদ্ধে অভিযোগ, রিপাবলিক টিভি-র সাংবাদিক অর্ণব গোস্বামীকে বিমানে উত্যক্ত করে বচসা করেন কুণাল৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে৷ ভিডিও-টি কুণাল নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷ কুণাল কামরাকে ব্যান করেছে এয়ার ইন্ডিয়াও৷ ভিডিও-তে দেখা গিয়েছে, বিমানে অর্ণব গোস্বামীর সঙ্গে নিজে থেকেই কথা বলতে যান কুণাল৷ তারপর নানা কথায় ওই সাংবাদিককে উস্কাতে থাকেন৷ একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন অর্ণবকে৷ যে ভাবে অর্ণব সঞ্চালনা করেন, ঠিক সেই রকম ভাবে৷ যদিও কুণালের প্রশ্নের একটি জবাবও দেননি ওই সাংবাদিক৷ এই ঘটনাটি ভিডিও করে কুণাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷
advertisement
কুণালের ওই ঘটনার কেউ প্রশংসা করেছেন, কেউ আবার তীব্র নিন্দাও করেন৷ এই ঘটনায় রাতেই তোলপাড় শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়৷ ইন্ডিগো ট্যুইট করে জানায়, কুণাল কামরাকে ৬ মাসের জন্য ব্যান করা হল৷ কারণ, তিনি বিমানে অন্যযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছেন৷
কুণালের ঘটনায় উঠে আসছে সাধ্বী প্রজ্ঞার ঘটনাটিও৷ গত ডিসেম্বরেই প্রজ্ঞার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লি-ভোপাল বিমান সফরের সময়ে প্রজ্ঞা জরুরিকালীন সিট ছাড়তে না চাওয়ায় প্রায় ৪৫ মিনিট দেরি করে ছাড়ে স্পাইস জেটের বিমান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুণালকে ব্যান করল ৪টি বিমান সংস্থা, 'সাধ্বী প্রজ্ঞাকে কেন নয়?' প্রশ্ন নেটিজেনদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement