কেন স্বামী বিবেকানন্দ ভারতরত্ন পাবেন না? প্রশ্ন যোগগুরু রামদেবের

Last Updated:

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্‍‌কারে রামদেব বলেন, 'গত ৭০ বছরে একটি সন্ন্যাসীকেও ভারতরত্ন প্রদান করা হয়নি, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ মহর্ষি দেবেন্দ্র সরস্বতী, স্বামী বিবেকানন্দ বা শিবকুমার স্বামীজি -- কেউ পেলেন না৷ এই সন্ন্যাসীদের অবদান এ দেশে বিশাল, বিপুল৷'

#নয়াদিল্লি: সন্ন্যাসীদের কেন ভারতরত্ন দেওয়া হবে না, তা নিয়ে উষ্মা প্রকাশ করলেন যোগগুরু রামদেব৷ তাঁর বক্তব্য, ভারতের সন্ন্যাসীদেরও ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত সরকারের৷
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্‍‌কারে রামদেব বলেন, 'গত ৭০ বছরে একটি সন্ন্যাসীকেও ভারতরত্ন প্রদান করা হয়নি, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ মহর্ষি দেবেন্দ্র সরস্বতী, স্বামী বিবেকানন্দ বা শিবকুমার স্বামীজি -- কেউ পেলেন না৷ এই সন্ন্যাসীদের অবদান এ দেশে বিশাল, বিপুল৷'
তাঁর কথায়, 'মহর্ষি দেবানন্দ বা স্বামী বিবেকানন্দের অবদান একজন জাতীয় নেতার চেয়ে কিছু কম নয়৷ এখনও পর্যন্ত কেন একজনও সন্ন্যাসী ভারতরত্ন পেলেন না? কেন্দ্র মাদার টেরেজাকে এই সম্মান দিয়েছে, উনি ক্রিস্টান ছিলেন৷ কিন্তু অন্য হিন্দু সন্ন্যাসীদের ভারতরত্ন দেওয়া হয়নি৷'
advertisement
advertisement
এ বছর তিনজনকে ভারতরত্ন প্রদান করা হয়েছে৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রয়াত সমাজকর্মী নানাজি দেশমুখ ও প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেন স্বামী বিবেকানন্দ ভারতরত্ন পাবেন না? প্রশ্ন যোগগুরু রামদেবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement