সারাজীবন কেন বিয়ে করলেন না জয়া ?

Last Updated:

জয়ললিতার জীবনে সবচেয়ে চর্চা যে প্রেমকে নিয়ে হয়েছিল, সেটা হল তামিল মহানায়ক এম জি রামচন্দ্রনের সঙ্গে তাঁর প্রেম ৷

#চেন্নাই: তিনি নিজে জননেত্রী ৷  জনপ্রিয় তামিল অভিনেত্রীও ছিলেন ৷ কোটি কোটি টাকার সম্পত্তি ৷ কিন্তু সারা জীবন থেকে গেলেন অবিবাহিতই ৷ রাজনীতিতে অবিবাহিত নেত্রীদের কোনও অভাব নেই ৷ কিন্তু জয়ললিতার মতো এমন গ্ল্যামারাস একজন মহিলা কেন বিয়ে করলেন না সারাজীবন ? তামিল পত্রিকায় প্রকাশিত জয়ললিতার আত্মজীবনী এবং তাঁর ঘনিষ্ঠ সূত্রে বিয়ে না করার অনেক কারণই সামনে এসেছে ৷
শোনা যায় জয়ললিতার ছোটবেলাটা মোটেই খুব একটা সুখের ছিল না ৷ অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই জীবন কাটাতে হয়েছে জয়ললিতাকে ৷ মাত্র ১৫ বছর বয়সেই পরিবারের চাপে তাঁকে সিনেমার জগতে পা রাখতে হয় ৷ বাবার সঙ্গেও খুব একটা মনের মিল ছিল না জয়ললিতার ৷ কারণ জয়ললিতার বাবা তাঁকে বেহিসেবী এবং আরামপ্রিয় মেয়ে বলতেন ৷ যার জন্য পুরুষদের প্রতি একটা বিদ্বেষ ছোটবেলার থেকেই জন্মে যায় জয়ললিতার ৷ এছাড়া স্কুলে পড়াকালীনই তাঁর যে প্রেম হয়, সেটাও বেশিদিন টেকেনি বলেই জানা যায় ৷  ছেলেটি জয়ললিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলেই বিভিন্ন তথ্যে জানা গিয়েছে ৷ অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা হয় তেলগু হিরো শোভন বাবুর সঙ্গে। তাঁর সঙ্গে সহবাসও করেন দীর্ঘদিন। তবে সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সেই সময়ে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন।
advertisement
তবে এখানেই প্রেমপর্ব শেষ হয়নি ৷ জয়ললিতার জীবনে সবচেয়ে চর্চা যে প্রেমকে নিয়ে হয়েছিল, সেটা হল তামিল মহানায়ক এম জি রামচন্দ্রনের সঙ্গে তাঁর প্রেম ৷ রাজনীতিতেও তাঁর এমজিআরের হাত ধরেই প্রবেশ করেন জয়া ৷ কিন্তু সেই প্রেমের সম্পর্ক শেষপর্যন্ত তিক্ততায় গিয়ে পৌঁছয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সারাজীবন কেন বিয়ে করলেন না জয়া ?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement