#নয়াদিল্লি: দেশের অর্ধেক মানুষ যখন অতিমারির কারণে অভুক্ত ৷ অনাহারে দিন কাটাচ্ছে হাজার কোটি খরচ করে নতুন সংসদ ভবন তৈরির যৌক্তিকতা কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চাইলেন অভিনেতা কমল হাসান। দেশের এরকম পরিস্থিতির মধ্যে সংসদের ভবনের জন্য বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলে তোপ দাগলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ৷
কৃষি আইন নিয়ে কৃষক বিক্ষোভে উত্তপ্ত রাজধানী ৷ তার মধ্যেই বৃহস্পতিবার সংসদ ভবনের ভূমি পুজো ও ভিত্তি প্রস্তর স্থাপন করে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার মেগাস্টার কমল হাসানেরও কড়া প্রশ্নবাণের মোদির উদ্দেশে ৷ ভারতের অর্থনীতি প্রায় তলানিতে ৷ করোনা মহামারির মারণ কামড়ে জীবিকা হারিয়েছেন অনেকেই ৷ দুবেলা দুমুঠো খাবারের যোগানই এখন কঠিন ৷ এমন সময়ে বিপুল ব্যয়ে তৈরি হতে চলেছে নয়া সংসদ ভবন তৈরির যৌক্তিকতা কী? প্রশ্ন ‘দশাবতারম’ স্টারের ৷
চিনের দেওয়ালের সাথে তুলনা টেনে এদিন কমল ট্যুইট করেন, ‘চিনের দেওয়াল নির্মাণ করতে গিয়ে হাজার হাজার মানুষ মারা গেছিল। কিন্তু রাজা বলেছিলেন, এই দেওয়াল মানুষকে রক্ষা করতেই বানানো হচ্ছে। ভারতে করোনার কারণে জীবিকা হারিয়ে হাজার হাজার মানুষ যখন অভুক্ত, কোন যুক্তিতে কেউ ১০০০ কোটি টাকা খরচা করে সংসদ ভবন বানায়? সম্মানীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে এই প্রশ্নের জবাব দেবেন।’
বৃহস্পতিবার সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এটা ঐতিহাসিক দিন। এই দিনটা এমন একটা দিন, আজ যেন ভারতেরই ভিত্তি প্রস্তর স্থাপিত হল। বর্তমানের সংসদ ভবন যদি ১৯৪৭ সাল থেকে এতদিন ধরে স্বাধীন ভারতকে দিশা দেখিয়ে থাকে, তাহলে সংসদের এই নতুন ভবন একটি নতুন ও আত্মনির্ভর ভারতের সাক্ষী দেবে।’
পরিকল্পনা অনুযায়ী এখনকার বৃত্তাকার ভবনের পাশেই, ১১৮ নম্বর পার্লামেন্ট হাউস এস্টেটে গড়ে উঠবে ত্রিভূজাকৃতি ভবনটি। এই ভবনে একসঙ্গে ৯০০ থেকে ১২০০ জন সাংসদ বসতে পারবেন। নতুন ভবন তৈরির পর, পুরোনো সাংসদ ভবনটির সংস্কারে হাত দেওয়া হবে। ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ করবে টাটা গোষ্ঠী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kamal Haasan, PM Narendra Modi