তিন রাজ্যে কারা হবেন মুখ্যমন্ত্রী ? জট খুলতে দিল্লিতে বৈঠকে রাহুল গান্ধি

Last Updated:
#নয়াদিল্লি: তিন রাজ্যে কারা হবেন মুখ্যমন্ত্রী ? মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগড় শুধু নয় ৷ এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবারাই ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে ৷ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন রাহুল গান্ধি ৷
লোকসভা ভোটের আগে তিনরাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কোনও পক্ষের মনেই যাতে দলের প্রতি ক্ষোভ না উঁকি দেয়, সেটিই এখন প্রধান বিবেচ্য বিষয় ৷ বিধানসভা ভোটের এই সাফল্য এবং সব পক্ষকে তুষ্ট করে ফলের রেশ লোকসভা ভোটের প্রচার পর্যন্ত টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ রাহুল গান্ধির কাছে ৷
রাহুল জানিয়েছেন, ৩ রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে আজই ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম প্রায় স্থির ৷ গান্ধি পরিবার ঘনিষ্ট কমলনাথের মুকুটেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদের শিরোপা উঠতে চলেছে ৷ উপ মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷
তবে, রাজস্থান নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা হাত শিবিরের অন্দরে ৷ গতকাল জয়পুরে চলে ম্যারাথন বৈঠক ৷ মরুরাজ্যে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়নি এখনও ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে ৷ সেই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই রাজস্থানের পর্যবেক্ষক বেণুগোপালের সঙ্গে একান্তে বৈঠক করেছেন রাহুল ৷ দিল্লিতে অশোক গেহলত এবং সচিন পাইলটের মধ্যে চলেছে টানাপোড়েন ৷ মরুরাজ্যের মসনদে কে? রাহুলের বৈঠকের শেষেই নাম ঘোষণা হতে চলেছে ৷
advertisement
তবে, মুখ্যমন্ত্রীর শিরোপা যেই-ই পাক না কেন ৷ মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রাহুল যে, সমঝোতার পথেই হাঁটবেন ৷ সেই বিষয়টি একেবারেই স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রী নির্বাচনে জট খুলতে দিল্লিতে বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ সেই বৈঠকে হাজির থাকবেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷
advertisement
অন্যদিকে, ছত্তীসগড়ে রমন-রাজ শেষ ৷ দীর্ঘ ব্যবধানে ছত্তীসগড়ে জয়ের পথে কংগ্রেস ৷ ১৫ বছর পর ছত্তীসগড়ের ক্ষমতায় কংগ্রেস ৷ এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন একটাই ৷ কংগ্রেসের তরফে ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা হতে পারেন ৷ উঠে আসছে ৪টি নাম ৷ এদের মধ্যে রয়েছেন ভূপেষ বাঘেল, টিএস সিং দেও, তম্রধাওয়াজ সাধু এবং চরণ দাস মাহান্ত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিন রাজ্যে কারা হবেন মুখ্যমন্ত্রী ? জট খুলতে দিল্লিতে বৈঠকে রাহুল গান্ধি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement