তিন রাজ্যে কারা হবেন মুখ্যমন্ত্রী ? জট খুলতে দিল্লিতে বৈঠকে রাহুল গান্ধি
Last Updated:
#নয়াদিল্লি: তিন রাজ্যে কারা হবেন মুখ্যমন্ত্রী ? মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগড় শুধু নয় ৷ এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবারাই ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে ৷ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন রাহুল গান্ধি ৷
লোকসভা ভোটের আগে তিনরাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কোনও পক্ষের মনেই যাতে দলের প্রতি ক্ষোভ না উঁকি দেয়, সেটিই এখন প্রধান বিবেচ্য বিষয় ৷ বিধানসভা ভোটের এই সাফল্য এবং সব পক্ষকে তুষ্ট করে ফলের রেশ লোকসভা ভোটের প্রচার পর্যন্ত টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ রাহুল গান্ধির কাছে ৷
রাহুল জানিয়েছেন, ৩ রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে আজই ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম প্রায় স্থির ৷ গান্ধি পরিবার ঘনিষ্ট কমলনাথের মুকুটেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদের শিরোপা উঠতে চলেছে ৷ উপ মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷
তবে, রাজস্থান নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা হাত শিবিরের অন্দরে ৷ গতকাল জয়পুরে চলে ম্যারাথন বৈঠক ৷ মরুরাজ্যে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়নি এখনও ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে ৷ সেই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই রাজস্থানের পর্যবেক্ষক বেণুগোপালের সঙ্গে একান্তে বৈঠক করেছেন রাহুল ৷ দিল্লিতে অশোক গেহলত এবং সচিন পাইলটের মধ্যে চলেছে টানাপোড়েন ৷ মরুরাজ্যের মসনদে কে? রাহুলের বৈঠকের শেষেই নাম ঘোষণা হতে চলেছে ৷
advertisement
তবে, মুখ্যমন্ত্রীর শিরোপা যেই-ই পাক না কেন ৷ মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রাহুল যে, সমঝোতার পথেই হাঁটবেন ৷ সেই বিষয়টি একেবারেই স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রী নির্বাচনে জট খুলতে দিল্লিতে বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ সেই বৈঠকে হাজির থাকবেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷
advertisement
অন্যদিকে, ছত্তীসগড়ে রমন-রাজ শেষ ৷ দীর্ঘ ব্যবধানে ছত্তীসগড়ে জয়ের পথে কংগ্রেস ৷ ১৫ বছর পর ছত্তীসগড়ের ক্ষমতায় কংগ্রেস ৷ এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন একটাই ৷ কংগ্রেসের তরফে ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা হতে পারেন ৷ উঠে আসছে ৪টি নাম ৷ এদের মধ্যে রয়েছেন ভূপেষ বাঘেল, টিএস সিং দেও, তম্রধাওয়াজ সাধু এবং চরণ দাস মাহান্ত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2018 12:52 PM IST