Next CM of Panjab| অমরিন্দরের জায়গায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? মহানাটকের অবসান আর কিছুক্ষণেই...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Next CM of Panjab| আজই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন অম্বিকা সোনি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি অম্বিকা সোনি।
#চণ্ডীগড়: পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে (Next CM of Panjab)? আগামী এক ঘন্টার মধ্যেই ঘোষণা হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ঘোষণা হতে পারে উপ মুখ্যমন্ত্রীর নামও। সূত্রের খবর আজই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন অম্বিকা সোনি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি অম্বিকা সোনি।
এদিকে আজই চন্ডিগড়ে দলের বিধায়কদের কাছে লিখিতভাবে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানতে চেয়েছে দল। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি প্রবীণ গোয়েল জানিয়েছেন, আগামী এক ঘন্টার মধ্যেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানা যাবে।
শেষ পাওয়া খবর অনুযায়ী আজ সকাল ১১ টায় কংগ্রেস বিধায়কদের যে বৈঠকের আহ্বান করা হয় তা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। তথ্য অনুযায়ী কংগ্রেস হাইকমান্ড সরাসরি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে।
advertisement
advertisement
সূত্রের খবর নভজ্যোৎ সিং সিধু মুখ্যমন্ত্রী (Next CM of Panjab) হওয়ার জন্য কংগ্রেসের হাইকমান্ডের কাছে ইতিমধ্যেই দাবি জানিয়েছেন। এছাড়াও হাওয়ায় ভাসছে সুখজিন্দর রনধওয়া এবং সুনীল জাখড়ের নাম।
সকাল থেকে জল্পনা ছিল অম্বিকা সোনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Next CM of Panjab) হিসেবে দায়িত্ব নিতে পারেন। অম্বিকা সোনির মত, পাঞ্জাব শিখ সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাই সেখানকার মুখ্যমন্ত্রী একজন শিখ হওয়া জরুরি। সাংবাদিকদের তিনি বলেন, কংগ্রেসের পাঞ্জাব ইউনিটের তেমন কোনো বিরোধ নেই। খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
advertisement
সুনীল জাখড়ের নাম নিয়ে আলোচনা চলছে পাঞ্জাবের আনাচেকানাচে। যদিও এ দিন দুপুর পর্যন্ত জাখড়ের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। সেক্ষেত্রে আরও একবার শিখ মুখ্যমন্ত্রীর তত্ত্ব সামনে আসছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2021 2:18 PM IST