New Tripura CM Manik Saha: কে মানিক সাহা? ত্রিপুরায় ভোটের মুখে বিপ্লব দেবকে সরিয়ে যাঁকে মুখ্যমন্ত্রী করল বিজেপি?

Last Updated:

BJP appoints Manik Saha as New Tripura CM: ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা পেশায় একজন দন্ত চিকিৎসক।

New Tripura CM Manik Saha
New Tripura CM Manik Saha
#ত্রিপুরা: বিপ্লব দেবের পত্যাগের কয়েক ঘণ্টা পরেই ত্রিপুরার বিজেপি সভাপতি মানিক সাহাকে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হল। ত্রিপুরার আগামী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের তালিকায় সামনের দিকেই নাম ছিল বিজেপির এই বিধায়কের। চার বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পর, বিধানসভা ভোটের এক বছর আগে শনিবার পদত্যাগ করেন বিপ্লব দেব। বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে রাজ্যসভার সাংসদ মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্বে এলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল এখানে।
মানিক সাহা পেশায় একজন দন্ত চিকিৎসক। পটনার সরকারি ডেন্টাল কলেজ এবং লখনউয়ের কিং জর্জেস মেডিকেল কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মানিক সাহা।
advertisement
রাজ্যসভার ওয়েবসাইট অনুযায়ী, ত্রিপুরা মেডিক্যাল কলেজ এবং আগরতলার ডাঃ বিআরএএম টিচিং হাসপাতালে একজন অধ্যাপক হিসেবে ডেন্টাল সার্জারিও পড়ান মানিক সাহা। কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন মানিক। ২০২০ সালেই ত্রিপুরা বিজেপি শাখার সভাপতি নিযুক্ত হন তিনি। মানিক সাহা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও।
advertisement
চলতি বছরের এপ্রিল মাসে, তিনি রাজ্যের একমাত্র আসনে রাজ্যসভায় নির্বাচিত হন। সমস্ত বিজেপি এবং আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বিধায়করা মানিক সাহার পক্ষেই ভোট দেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভানু লাল সাহাকে দৌড়ে অনেক পিছনে ফেলে দিয়ে জয়ী হন মানিক।
advertisement
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ৬০ সদস্যের বিধানসভার নির্বাচন হবে ত্রিপুরাতে। মানিক সরকারের শাসনাধীন বামফ্রন্ট সরকারের ২৫ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ৩৬টি আসন জিতেছিল এই রাজ্যে। তবে রাজনীতিবিদদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গেরুয়া শিবির।
বাংলা খবর/ খবর/দেশ/
New Tripura CM Manik Saha: কে মানিক সাহা? ত্রিপুরায় ভোটের মুখে বিপ্লব দেবকে সরিয়ে যাঁকে মুখ্যমন্ত্রী করল বিজেপি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement