White Mango: ১২০০ টাকা দাম হলেও বিক্রি দেদার! কী বিশেষত্ব এই সাদা আমে? জেনে নিন আমের মরশুমে

Last Updated:

White Mango: গরম পড়ে গিয়েছে। ফলে আমের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর মোরাদাবাদের ফলের বাজারে সাদা আমের চাহিদা চড়চড়িয়ে বাড়ছে।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই সাদা আমেরই চাহিদা বেড়েছে বলে জানা গিয়েছে
উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই সাদা আমেরই চাহিদা বেড়েছে বলে জানা গিয়েছে
ভারতের জাতীয় ফল আম। আবার ফলের রাজার তকমাও দেওয়া হয়েছে আমকে। আর আমের কথা শুনলে জিভে জল এসে যায়। গরমের কষ্টের মধ্যেও স্বস্তি দিতে পারে আম। পাকা অবস্থাতে তো বটেই, কাঁচা অবস্থাতেও এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। ভারতের বিভিন্ন অঞ্চলে নানা জাতের আম পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল হিমসাগর, ফজলি, ল্যাংড়া, চৌসা, দশেরি, পেয়ারাফুলি, গোলাপখাস প্রভৃতি। আর আমাদের দেশের উৎপাদিত আম তো জগদ্বিখ্যাত। তবে সাদা আমের কথা কি কেউ শুনেছেন? সে আবার কী! আসলে উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই সাদা আমেরই চাহিদা বেড়েছে বলে জানা গিয়েছে।
গরম পড়ে গিয়েছে। ফলে আমের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর মোরাদাবাদের ফলের বাজারে সাদা আমের চাহিদা চড়চড়িয়ে বাড়ছে। আর মানুষও প্রচুর পরিমাণে সাদা আম কিনছেন। কিন্তু এর কারণ কী? আসলে বিক্রেতাদের দাবি, এই সাদা আমের স্বাদই আলাদা। জ্যুস তৈরি করতে এই আম ব্যবহার করা হচ্ছে। যার জেরে বেড়েছে এর চাহিদা। বিক্রেতাদের বক্তব্য, মানুষ ইদানীং বাক্স বাক্স সাদা আম কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
গত বছরের তুলনায় চলতি বছরে সাদা আমের চাহিদা ও বিক্রি উভয়ই বেশি। চাহিদা বৃদ্ধির কারণে খুচরো ফল ব্যবসায়ীরাও প্রচুর পরিমাণে সাদা আম কিনছেন। ফলে বিক্রেতা ও কৃষকরা ভীষণই খুশি। দালালদের দাবি, ইদানীং ফলের বাজারে প্রতিদিন ১ হাজারেরও বেশি সাদা আম বিক্রি হচ্ছে। গত বছরেও চাহিদা ছিল, তবে এতটা নয়।
advertisement
কিন্তু সাদা আমের দাম কেমন? সাদা আমের একটা গোটা ক্রেট বিকোচ্ছে প্রায় ১১০০ টাকা থেকে ১২০০ টাকায়। মোরাদাবাদের ফল ব্যবসায়ী পীযূষ জানান যে, আগে সাদা আম ভাল বিক্রি হচ্ছিল না। কিন্তু গরম কাল আসার সঙ্গে সঙ্গে যেন সাদা আমের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। আগে এই আমের দাম ছিল ৩০ টাকা থেকে ৪০ টাকার মধ্যে। তবে বর্তমানে তা পাওয়া যাচ্ছে কেজি প্রতি ৫৫ টাকা থেকে ৬০ টাকার মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
White Mango: ১২০০ টাকা দাম হলেও বিক্রি দেদার! কী বিশেষত্ব এই সাদা আমে? জেনে নিন আমের মরশুমে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement