#মুম্বই: ভারতে ঢুকে পড়েছে মারণ করোনা ভাইরাস৷ দিল্লি ও তেলঙ্গানায় দুই ব্যক্তির শরীরে মিলেছে করোনা৷ রাজীব গান্ধি কন্টেপোরারি স্টাডিজ-এর ডিরেক্টর নাগরাজ জানালেন, ১৫টি বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে৷ গুরুতর আহতদের জন্য আলাদা ৫টি বেড রাখা হচ্ছে৷
তিনি জানালেন, পর্যাপ্ত N 95 মাস্ক রয়েছে৷ রয়েছে পিপিএ কিট, অ্যান্টি-H1N1 ড্রাগ, ফ্লোরিন ট্যাবলেট মজুত আছে৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হচ্ছে ডাক্তার, নার্সদের৷
করোনা ভাইরাসের চিকিত্সা কী?
চিকিত্সক নাগরাজ জানাচ্ছেন, করোনা ভাইরাস সংক্রমণ রোগ৷ এ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাই সবচেয়ে বড় হাতিয়ার৷ সোয়াইন ফ্লু-রও কোনও ওষুধ ছিল না৷ পরে গবেষণায় টিকা ও ওষুধের সন্ধান মিলল৷ আমার আশা, করোনা ভাইরাসেরও ওষুধ বা টিকা আবিষ্কার হয়ে যাবে৷ ইতিমধ্যেই গবেষণা শুরুও হয়ে গিয়েছে৷ তবে যত দিন না ওষুধ মিলছে, ততদিন করোনা রুখতে নানা পদক্ষেপ আমরা নেব৷ প্রয়োজনীয় চিকিত্সা চলবে৷
তবে বাড়িতে যদি করোনা আক্রান্ত থাকে, তা হলে তাকে একেবারে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করুন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus in India, Coronavirus india, Coronavirus OutBreak