‘এই’ সেই FIR যার জন্য মুখ লুকিয়ে, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিধু

Last Updated:

গত ২৪ জুন অমৃতসরে সিধু-র বাংলোতে নোটিশ লাগিয়ে দিয়ে এসেছেন

#অমৃতসর: কংগ্রেস নেতা ও পঞ্জাব সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রী নভজ্যোৎ সিং সিধু-র বাড়ির বাইরে বসে রয়েছেন কাটিহার পুলিশ গত সাতদিন ধরে । গত ২৪ জুন অমৃতসরে সিধু-র বাংলোতে নোটিশ লাগিয়ে দিয়ে এসেছেন ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছেন ৷ তাঁকে বেলবন্ডেও স্বাক্ষর করাতে চায় পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি যদি ২৬ জুন অবধি সামনে না আসেন এবং জামানতের মুচলেকায় সই না করেন তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশ কোর্টের দ্বারস্থ হবে ৷ সেখানে পুলিশ কোর্টের কাছে তাঁকে গ্রেফতারের আবেদন করতে পারেন ৷
কাটিহারের অধীক্ষক বিকাশ কুমারের মতে এই কাণ্ডের তদন্তের জন্য জনার্দন রাম ও জাভেদ আলমকে অমৃতসরে পাঠানো হয়েছে ৷ কিন্তু সিধু সমন নেননি৷ পুলিশ তাঁকে না পেয়ে বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে ৷ নিউজ ১৮ এই এফআইআরের কপি পেয়েছে ৷ এই এফআইআরের কপির জন্যেই পালিয়ে বেড়াচ্ছেন সিধু ৷
১৫ এপ্রিল ২০১৯ এ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের প্রত্যাশী তারিক অনবরের সভায় ভাষণ হচ্ছিল ৷ এই সময় মানুষের ধর্মভাবনায় আঘাত করতে পারে এমন শব্দের ব্যবহার করা হয়েছিল ৷ সেই মিটিংয়ের ভিডিও -র ভিত্তিতে বারসোই থানায় মামলা দায়ের করা হয় ৷
advertisement
advertisement
বারসোই গ্রামীণ কার্য বিভাগের সহায়ক এই সভায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সামলেছিলেন ৷ বারসোই থানায় তার মামলার সংখ্যা ৯৩/১৯, ধারা দেওয়া হয়েছে  ১২৩(১১১) আর ১২৫ R.P.ACT ৷ ১৬ এপ্রিল ২০১৯ এ এফআইআর দায়ের করা হয়েছিল ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই ১৮ জুন বারসোই -র দুই পুলিশ আধিকারিক জনার্দন রাম ও জাভেদ আলম অমৃতসরে সিধুর বাড়িতে পৌঁছন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘এই’ সেই FIR যার জন্য মুখ লুকিয়ে, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিধু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement