#অমৃতসর: কংগ্রেস নেতা ও পঞ্জাব সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রী নভজ্যোৎ সিং সিধু-র বাড়ির বাইরে বসে রয়েছেন কাটিহার পুলিশ গত সাতদিন ধরে । গত ২৪ জুন অমৃতসরে সিধু-র বাংলোতে নোটিশ লাগিয়ে দিয়ে এসেছেন ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছেন ৷ তাঁকে বেলবন্ডেও স্বাক্ষর করাতে চায় পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি যদি ২৬ জুন অবধি সামনে না আসেন এবং জামানতের মুচলেকায় সই না করেন তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশ কোর্টের দ্বারস্থ হবে ৷ সেখানে পুলিশ কোর্টের কাছে তাঁকে গ্রেফতারের আবেদন করতে পারেন ৷
কাটিহারের অধীক্ষক বিকাশ কুমারের মতে এই কাণ্ডের তদন্তের জন্য জনার্দন রাম ও জাভেদ আলমকে অমৃতসরে পাঠানো হয়েছে ৷ কিন্তু সিধু সমন নেননি৷ পুলিশ তাঁকে না পেয়ে বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে ৷ নিউজ ১৮ এই এফআইআরের কপি পেয়েছে ৷ এই এফআইআরের কপির জন্যেই পালিয়ে বেড়াচ্ছেন সিধু ৷
বারসোই গ্রামীণ কার্য বিভাগের সহায়ক এই সভায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সামলেছিলেন ৷ বারসোই থানায় তার মামলার সংখ্যা ৯৩/১৯, ধারা দেওয়া হয়েছে ১২৩(১১১) আর ১২৫ R.P.ACT ৷ ১৬ এপ্রিল ২০১৯ এ এফআইআর দায়ের করা হয়েছিল ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই ১৮ জুন বারসোই -র দুই পুলিশ আধিকারিক জনার্দন রাম ও জাভেদ আলম অমৃতসরে সিধুর বাড়িতে পৌঁছন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Cricketer, FIR, Navjot Singh Sidhu