তৈমুরের হাত ধরেই 'গুড নিউজ' করিনার

Last Updated:
#মুম্বই: গুঞ্জন চলছিলই ৷ দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন করিনা কাপুর ৷ বন্ধু অমৃতা আরোরা একটি অনুষ্ঠানে সইফ ও করিনার এই চিন্তাভাবনার কথা প্রকাশ্যে এনেছিলেন ৷ এবার তেমনই একটি গুড নিউজ কী সত্যিই হতে চলেছে ?
২০১৬ ডিসেম্বরে মা হন করিনা ৷ জন্ম নেয় সইফ-করিনার ছেলে তৈমুর ৷ আপাতত রীতি মতো সেলিব্রিটি স্টেটাস পেয়ে গিয়েছে ছোট্ট তৈমুরও ৷ পতৌদি পরিবাররে একেবারে ছোট সদস্যর ছবি পেতে মরিয়া থাকেন প্যপারাৎজিরা ৷ তৈমুরও যেন রপ্ত করে ফেলেছে সেই রীতি ৷ কাপুর ও পৌতদি পরিবারের নাতির রক্তেও তো রয়েছে নবাবিয়ানা ৷ সইফ ও করিনার ছেলে এক্কেবারে পারফেক্ট কিড স্টার ! মা হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন করিনা ৷ কিন্তু ছেলেকে এক মুহূর্তও চোখের বাইরে যেতে দেন না তিনি ৷ শ্যুটিং-এর সময়ও তৈমুর থাকেন তার সঙ্গে ৷
advertisement
ননদ সোহার মেয়ে ইনায়ার জন্মদিনে ছেলেকে নিয়ে এলেন করিনা ৷ সঙ্গে অবশ্যই সেই গুড নিউজ ৷ আসলে যেই টি শার্টটি পড়লেন করিনা, তাতেই লেখা রয়েছে এই শব্দগুলো ৷ জল্পনা তো ছিলই ৷ তাহলে কী টি শার্টের লেখার মাধ্যমে কী সেই জল্পনাই উস্কে দিতে চাইলেন করিনা ?
advertisement
advertisement
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
ইনায়ার জন্মদিনে সোহা ও কুণাল ৷ Photo Courtesy : Instagram ইনায়ার জন্মদিনে সোহা ও কুণাল ৷ Photo Courtesy : Instagram
বাংলা খবর/ খবর/দেশ/
তৈমুরের হাত ধরেই 'গুড নিউজ' করিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement