বাংলা থেকেও বিতাড়িত হবে সব অনুপ্রবেশকারী, দিলীপের সুরেই মমতাকে হুঁশিয়ারি দিলেন বিজয়বর্গী

Photo Collected

Photo Collected

বাংলা থেকেও বিতাড়িত হবে সব অনুপ্রবেশকারী, দিলীপের সুরেই মমতাকে হুঁশিয়ারি দিলেন বিজয়বর্গী

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: অসমের নাগরিকপঞ্জি বিতর্কে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য পর্যবেক্ষক ।

    পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী জানিয়েছেন এনআরসি নিয়ে কোনও রকম ভুল খবর ছড়ালে তা বরদাস্ত করা হবে না । এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা । স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছেও এই নিয়ে বিশেষ আর্জি জানিয়েছেন তিনি । সেই প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করে বিজয়বর্গী জানিয়েছেন অসমে অবৈধ বাসিন্দার সংখ্যাটা যদি ৪০ লক্ষ হতে পারে, তাহলে সেটা পশ্চিমবঙ্গে কোটির কাছাকাছি হবে । পশ্চিমবঙ্গে বেকারত্ব ও আইন-শৃঙ্খলার অব্যবস্থা সব মাত্রা ছাড়িয়েছে, সেই জন্যই পশ্চিমবঙ্গ থেকেই অবৈধ অভিবাসী তাড়ানো প্রয়োজন । অসমের নাগরিকপঞ্জি তৈরির কাজ শীর্ষ আদালতের সম্মতিতেই হয়েছে, পশ্চিমবঙ্গেও তাই হবে, মন্তব্য করেছেন বিজয়বর্গী ।

    আরও পড়ুন: মুম্বই শহরে বাংলাদেশির সংখ্যা কমাতে মহারাষ্ট্রেও হোক নাগরিকপঞ্জি, মন্তব্য রাজ ঠাকরের

    গতকালই এনআরসি প্রসঙ্গে একইরকম হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ক্ষমতায় এলে এরকম নাগরিক তালিকায় তাঁরাও প্রস্তুত করবেন ও সকল বাংলাদেশিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান দিলীপ । এনআরসি নিয়েই ইতিমধ্যেই তৃণমূল-বিজেপি তরজা নতুন মাত্রা পেয়েছে । নাগরিকপঞ্জিকে হাতিয়ার করে বিজেপির বাংলাজয়ের স্বপ্ন অবশ্য সত্যি হবে কি না, তা অবশ্য বলবে সময়ই ।

    First published:

    Tags: BJP West Bengal, NRC Assam