#কলকাতা: ৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়া রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য সরকার ৷
শনিবার স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে সেনার সঙ্গে সঙ্গে রেল ও পোর্টকেও এগিয়ে আসতে আহবান জানানো হয়েছে ৷ বিভিন্ন দফতর থেকে কর্মী ও জিনিসপত্র পাঠানোর আবেদন স্বরাষ্ট্র দফতরের ৷ রাজ্যের এরকম বিপর্যয়ে ২৪ ঘণ্টা নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন কর্মীরা ৷ তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময়ের প্রয়োজন ৷ সেই কারণেই এরকম অসহায় পরিস্থিতিতে আরও কর্মীর জন্য সেনার কাছে সাহায্য চেয়েছে রাজ্য বলে জানা গিয়েছে ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে ভারতীয় রেল ও পোর্টকেও ৷ বেসরকারি সংস্থাগুলির কাছেও সাহায্যের আহবান রাজ্যের ৷
দুই ২৪ পরগণা সহ কলকাতা আমফানের দাপটে সম্পূর্ণ বিধ্বস্ত ৷ জায়গায় জায়গায় গাছ উপড়ে গিয়েছে ৷ ধ্বংস লক্ষাধিক বাড়ি ৷ গ্রামাঞ্চলে তো দূরে খাস কলকাতা শহরেই বহু এলাকায় এখনও বিদ্যুত সংযোগ ফেরেনি ৷ আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৬ লক্ষ মানুষ৷ উপড়ে গিয়েছে ৪১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি৷ ৫৬টি নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার উপরে, আরও ৩২টি নদী বাঁধে ফাটল ধরেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার ৩.২ লক্ষ মৎস্যজীবীও আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
GOWB mobilizes maximum strength in unified command mode on 24×7basis for immediate restoration of essential infrastructure and services asap. Army support has been called for;NDRF and SDRF teams deployed; Rlys,Port & private sector too requested to supply teams and equipment(1/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 23, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, Amphan landfall, Army, CM Mamaata Banerjee, Cyclone Amphan, Destruction, Kolkata Police, Rail, Super Cyclone Amphan