#নয়াদিল্লি: ৩০০ জঙ্গি মারা গিয়েছে? নাকি নির্বাচনী চমক? বালাকোট এয়ারস্ট্রাইকের পর জঙ্গি মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রের দাবিকে এ ভাবেই চ্যালেঞ্জ করলেন কংগ্রেস নেতা তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ বিরোধীদের সঙ্গেই সুর মিলিয়ে তিনি ট্যুইটারে লিখলেন, 'আপনারা জঙ্গিদের মেরেছেন না গাছ উপড়েছেন? কে জানে? নির্বাচনী চমক নয় তো?'
300 terrorist dead, Yes or No? What was the purpose then? Were you uprooting terrorist or trees? Was it an election gimmick? Deceit possesses our land in guise of fighting a foreign enemy. Stop politicising the army, it is as sacred as the state. ऊंची दुकान फीका पकवान| pic.twitter.com/HiPILADIuW
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 4, 2019
একাধিক ট্যুইটে সিধু লিখেছেন, 'যতটা ঢাকঢোল পেটানো হচ্ছে, তা আসলে নয়৷' প্রসঙ্গত, এর আগে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানকে সমর্থন জানিয়ে সংবাদ শিরোনামে আসেন পঞ্জাবের কংগ্রেস মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ ইতিমধ্যেই 'দ্য কপিল শর্মা শো'-এ বিতর্কের মুখে পড়েন সিধু ৷ পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে মুখ খুলেছিলেন এই বর্ষীয়ান ক্রিকেটার তথা রাজনীতিবিদ৷ এই হামলা সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'এই ঘটনাটি ন্যক্করজনক ৷ তবে কিছু মানুষের জন্য একটা গোটা দেশকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না ৷ আর তাঁর এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢালার কাজ করে৷'
যে মুহূর্তে গোটা দেশ এতগুলি তরতাজা সেনা জওয়ানের মৃত্যুতে ফুঁসছে ৷ সে সময় তাঁর এই বক্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balakot Air Strike, India Pakistan Tension, Navjot Singh Sidhu