Radhika Yadav Case Update: পরনে ছোট পোশাক, ছেলেদের সঙ্গে বেশি কথা সেখান থেকেই রাগ জমে বাবার! বিস্ফোরক দাবি রাধিকার 'বেস্টফ্রেন্ডের'
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মৃত্যুর তিন দিন পর তাঁর মৃত্যু নিয়ে মুখ খুললেন হিমানশিকা নামে এক তরুণী।
গুরুগ্রাম: টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মৃত্যুর তিন দিন পর তাঁর মৃত্যু নিয়ে মুখ খুললেন হিমানশিকা নামে এক তরুণী। রাধিকাকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে দাবি করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে দু’টি ভিডিও আপলোড করেছেন হিমানশিকা।
একটি ভিডিওতে সে তাঁর প্রিয় বান্ধবী রাধিকার সম্বন্ধে বলেছে। আরও একটি ভিডিওতে রাধিকার একাধিক ছবি আর ছোট ছোট ভিডিওর অংশ দিয়ে একটি ভিডিও বানিয়েছে।
advertisement
এই প্রসঙ্গে হিমানশিকা বলেন, “রাধিকাকে তাঁর বাবাই হত্যা করেছে। রাধিকাকে পাঁচবার গুলি করা হয় তার মধ্যে চারটি গুলি তাঁর লাগে। কারণ, তাঁর বাবাকে সমানে সমালোচনা শুনতে হচ্ছিল। রাধিকার বিভিন্ন বন্ধু-বান্ধব যারা ওঁর সাফল্য নিয়ে ঈর্ষান্বিত ছিল তাঁদের কথা শুনেই রেগে গিয়ে খুন করে দেন তাঁরা বাবা।”
advertisement
advertisement
আরও মারাত্মক অভিযোগ আনেন হিমানশিকা। তিনি বলেন, “টেনিসের ক্ষেত্রে রাধিকা যথেষ্ট পরিশ্রম করত। নিজের অ্যাকাডেমি দাঁড় করিয়েছিল। কিন্তু ওঁর বাবা এই সাফল্য মেনে নিতে পারেননি। রাধিকা ছোট পোশাক পরত, ছেলেদের সঙ্গে কথা বলত, নিজের মর্জিমাফিক জীবনযাপন করত। এটাই রাগের কারণ ছিল রাধিকার বাবার।”
ভিডিও-তে হিমানশিকা বলেন, “রাধিকা যাদব আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় ছিলেন। সে নিষ্পাপ, সদয় এবং মিষ্টি মনের মানুষ ছিল। নিজের ছবি তুলতে এবং ভিডিও বানাতে ভালবাসত।”
advertisement
advertisement
হিমানশিকা আরও জানান, মৃত্যুর দিনও রাধিকার একটি ভিডিও শুট করার কথা ছিল। তাঁর বাবাই নাকি তাঁকে ছেড়ে দিতে এসেছিলেন। কিন্তু, এইসব একেবারেই পছন্দ করতেন না রাধিকার বাবা। তাঁর মেয়েকে প্রতিবেশীদের নানান কটূক্তি নিয়ে ভীষণ বিষণ্ণ ছিলেন তিনি।
কোচ হিসাবেও তিনি দুর্দান্ত ছিলেন বলে জানান হিমানশিকা।
গত ১০ জুন গুরুগ্রামে নিজের বাড়িতেই বাবার হাতে খুন হন রাধিকা । ইতিমধ্যেই রাধিকার বাবা দীপক যাদবকে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 10:58 AM IST