#নয়াদিল্লি: পরকীয়া অপরাধ কিনা, সে বিষয়ে আইন খতিয়ে দেখবে৷ কিন্তু মহিলাদের ক্ষেত্রেও পরকীয়া অপরাধ কিনা, তা নিয়ে সুপ্রিম কোর্ট মাথা ঘামাতে রাজি নয়৷ ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারার যৌক্তিকতা নিয়ে শুনানিতে বুধবারই এমনই ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট৷
আরও পড়ুন: পরকীয়ার আসল অর্থ কী, কেন্দ্র জানাল সুপ্রিম কোর্টে
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, মহিলাদের ক্ষেত্রে পরকীয়া অপরাধ কিনা, সে বিষয়ে আইনে কোনও পরিবর্তনের ব্যাপারে শুনবে না সুপ্রিম কোর্ট৷ শুধুমাত্র আইপিসি ৪৯৭ ধারার ১৪ নম্বর আর্টিকলটির বৈধতা নিয়ে শুনানি হবে৷
আরও পড়ুন: প্রেম, পরকীয়া, যৌনতা- ওয়েব সিরিজে ঝড় তুলবে 'হ্যালো' !
ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারায় পরকীয়াকে পুরুষদের ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে৷ যদি কোনও পুরুষের অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে, তা হলে তা অপরাধ৷ তবে এ ক্ষেত্রে মহিলাটি অপরাধী হবেন না৷ কিন্তু পুরুষটিকে অপরাধ প্রমাণ হলে ৫ বছর পর্যন্ত হাজতবাস করতে হতে পারে৷ সর্বোচ্চ আদালতের আরও পর্যবেক্ষণ, পরকীয়া মামলা এমনিতেই বিবাহবিচ্ছেদেরই সামিল৷
এর আগে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য অপরাধ বলেই সুপ্রিম কোর্টে দাবি করেছিল কেন্দ্র। বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে ব্যাভিচারকে বেআইনি বলাই উচিত বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল মোদি সরকার।
ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা । সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতকে হলফনামা দিয়ে পরকীয়াকে বেআইনি বলাতেই সায় দেয় কেন্দ্রীয় সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adultery, Supreme Court