পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে স্বামীকে বটি দিয়ে কোপালেন স্ত্রী
Last Updated:
#নদিয়া: স্বামীকে বটি দিয়ে কোপ মারলেন স্ত্রীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ওই অঞ্চলের চাকদহ থানার মদনপুর গাঙ্গুলীপাড়ায়। অভিযুক্ত স্ত্রী কাজল সেনগুপ্তকে আটক করেছে পুলিশ।
আহত স্বামী জ্যোতিরঞ্জন সেনগুপ্তকে কল্যানী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, জ্যোতিরঞ্জনবাবু পেশায় কাঠ পালিশের মিস্ত্রি। বছর ১৫ আগে তাঁর সঙ্গে বিয়ে হয় কাজলের। কিন্তু বিয়ের পর থেকেই সংসারে শুরু অশান্তি।
সূত্রের খবর, জ্যোতিরঞ্জনবাবু পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যান কাজল। অশান্তি, ঝগড়ার সূচনা এখান থেকেই। গতকাল রাতেও এই বিষয়কে কেন্দ্র করে দু'জনের মধ্যে বিবাদ বাধে। জ্যোতিরঞ্জনবাবুর মোবাইল ফোন ভেঙ্গে দেন কাজল। অভিযোগ উঠেছে, কাজলের গলা টিপে ধরলে, নিজেকে বাঁচাতে তিনি বটি দিয়ে কোপ মারেন জ্যোতিরঞ্জনবাবুর হাতে ও পায়ে। ঘটনার পর স্ত্রীকে আটক করেছে চাকদহ থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
Location :
First Published :
July 09, 2018 4:07 PM IST