নোট বাতিলে কী ফিরল কালো টাকা ? রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে মুখ পুড়ল মোদির
Last Updated:
নোট বাতিলের জেরে কত টাকা কালো টাকা হাতে এসেছে সেই সংক্রান্ত কোন তথ্য নেই ৷ সম্প্রতি এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
#নয়াদিল্লি: নোট বাতিলের জেরে কত টাকা কালো টাকা হাতে এসেছে সেই সংক্রান্ত কোন তথ্য নেই ৷ সম্প্রতি এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ অথার্ৎ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে সেরকম কোনও লাভ হয়নি ৷ এরপর থেকেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷
সংসদীয় কমিটির কাছে পেশ করা রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, নোট বন্দির জেরে এখনও পর্যন্ত ১৫.২৮ লক্ষ কোটি টাকা ফেরত এসেছে ৷ যা বাজারে থাকা বাতিল নোটের ৯৯ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্কের চাঞ্চল্যকর রিপোর্টেই স্পষ্ট হল, কালো টাকার এককণাও উদ্ধার হয়নি। উল্টে কালো টাকার সিংহভাগই ফেরত এসেছে ব্যাঙ্কে। নোট ছাপানোর খরচও দ্বিগুণ হয়েছে। বহু বছর ধরে সেই ভার বইতে হবে দেশের অর্থনীতিকে। চাপে পড়বেন আম-আদমি। নোট বাতিলের পর প্রচারের ঢক্কানিনাদ কম হয়নি। আরবিআই রিপোর্টের পর এখন মুখ লুকোতে হচ্ছে মোদি সরকারকে।
advertisement
advertisement
এই রিপোর্টকে হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি। কালো টাকা উদ্ধার তো হয়নি বরং সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2017 11:49 AM IST