#নয়াদিল্লি: নোট বাতিলের জেরে কত টাকা কালো টাকা হাতে এসেছে সেই সংক্রান্ত কোন তথ্য নেই ৷ সম্প্রতি এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ অথার্ৎ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে সেরকম কোনও লাভ হয়নি ৷ এরপর থেকেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷
সংসদীয় কমিটির কাছে পেশ করা রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, নোট বন্দির জেরে এখনও পর্যন্ত ১৫.২৮ লক্ষ কোটি টাকা ফেরত এসেছে ৷ যা বাজারে থাকা বাতিল নোটের ৯৯ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্কের চাঞ্চল্যকর রিপোর্টেই স্পষ্ট হল, কালো টাকার এককণাও উদ্ধার হয়নি। উল্টে কালো টাকার সিংহভাগই ফেরত এসেছে ব্যাঙ্কে। নোট ছাপানোর খরচও দ্বিগুণ হয়েছে। বহু বছর ধরে সেই ভার বইতে হবে দেশের অর্থনীতিকে। চাপে পড়বেন আম-আদমি। নোট বাতিলের পর প্রচারের ঢক্কানিনাদ কম হয়নি। আরবিআই রিপোর্টের পর এখন মুখ লুকোতে হচ্ছে মোদি সরকারকে।
এই রিপোর্টকে হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি। কালো টাকা উদ্ধার তো হয়নি বরং সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে ৷