'আমাদের একজন পাইলট নিখোঁজ, পাক দাবি, তাদের হেফাজতে,' জানাল সরকার
Last Updated:
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ চলাকালীন একটি মিগ ২১ বিমান হারিয়েছি আমরা৷ একজন পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ পাকিস্তান দাবি করছে, তারা ওই পাইলটকে আটক করেছে৷ আমরা তাদের খতিয়ে দেখছি বিষয়টি৷'
#নয়াদিল্লি: সকাল থেকেই পাকিস্তান দাবি করছে, তারা ভারতীয় বায়ুসেনার ২ পাইলটকে আটক করেছে৷ ভারত সেই দাবি উড়িয়ে দিয়েছে৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বিবৃতিতে জানাল, অ্যাকশনের সময় একজন ভারতীয় পাইলট নিখোঁজ হয়েছেন৷ কিন্তু তিনি পাকিস্তানের হাতে পড়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানায়নি বিদেশমন্ত্রক৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ চলাকালীন একটি মিগ ২১ বিমান হারিয়েছি আমরা৷ একজন পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ পাকিস্তান দাবি করছে, তারা ওই পাইলটকে আটক করেছে৷ আমরা তাদের খতিয়ে দেখছি বিষয়টি৷'
#WATCH Raveesh Kumar, MEA: One Pakistan Air Force fighter aircraft was shot down by Indian Air Force. In this engagement, we have lost one MiG 21. Pilot is missing in action. Pakistan claims he is in their custody. We are ascertaining the facts. pic.twitter.com/Bm0nVChuzF
— ANI (@ANI) February 27, 2019
advertisement
advertisement
পাকিস্তানের দাবি, তারা ভারতের ২টি যুদ্ধবিমানকে নামিয়ে দিয়েছে৷ ২ পাইলটকে গ্রেফতারও করেছে৷ পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
advertisement
বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়৷ এদিন ভোর ৪টে ২০ নাগাদ নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ তল্লাশি অভিযান শুরু সোপিয়ান জেলার মিমেন্দার এলাকায়৷ হঠাৎই নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷
ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও মুত্যুর খবর পাওয়া যায়নি৷ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার সীমান্তরেখা থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2019 3:52 PM IST