Hijab Row in Karnataka: ৩ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, হিজাব-বিতর্কে রাজ্যবাসীর কাছে শান্তি-আর্জি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

Last Updated:

Hijab Row in Karnataka: এই মামলায় এদিন কোন নির্দেশ দেয়নি আদালত। বুধবারও হবে এই মামলার শুনানি। তবে, সকলের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন বিচারপতিও।

রাজ্যবাসীর কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীর
রাজ্যবাসীর কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীর
#কর্নাটক: কর্ণাটকের কলেজে হিজাব পরা নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। মঙ্গলবার হাইকোর্টে হিজাব মামলার শুনানির দিন ছিল। সেই দিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়া থেকে কর্নাটকবাসী সকলে। এমনকী কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই জানিয়েছেন, সংবিধানে রয়েছে কলেজে ইউনিফর্ম পরার নিয়ম। কাজেই এই নিয়মের কোনও বদল করা হবে না। কর্নাটকের শিক্ষা আইনেও এই নির্দেশিকার উল্লেখ করা রয়েছে। তাই এই নিয়মের কোন রদবদল হবে না। এই পরিস্থিতিতে হাইকোর্টের দিকে তাকিয়ে আছে সরকারও। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এদিন রাজ্যবাসীর কাছে আর্জি করে বলেন, ''আমরা কর্নাটক হাইকোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছি। আমি শিক্ষার্থীদের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমি স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে ছাত্রদের সঙ্গে কোন সংঘর্ষ না হয়। উস্কানিমূলক বিবৃতি না দেওয়ার জন্য বাইরে থেকে সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করছি।'' যদিও এই মামলায় এদিন কোন নির্দেশ দেয়নি আদালত। বুধবারও হবে এই মামলার শুনানি। তবে, সকলের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন বিচারপতিও। এই পরিস্থিতিতে আগামী ৩ দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হল। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)টুইট করে জানিয়েছেন, রাজ্যে আগামী ৩ দিন বন্ধ থাকবে স্কুল।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি উদুপির কুন্দপুর সরকারি পিইউ কলেজে হিজাব পরে এসেছিল কয়েকজন ছাত্রী। সেই কারণে ২৫ জন ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে। এরপর কিছু পড়ুয়া আবার গেরুয়া পোশাক পরে কলেজে আসে। বিষয়টি গড়ায় আদালতেও। তবে, তাতেও উত্তেজনা কমেনি।
advertisement
advertisement
উদুপির ঘটনার পর কর্ণাটকের বিজয়পুর, চিক্কাবল্লপুর, চিক্কামাগালুরু এবং হাভেরি এলাকার বিভিন্ন কলেজের পড়ুয়াদের অনেকে বোরখা পরে আসেন। কেউ আবার আসেন পালটা গেরুয়া পোশাক পরে। এমনিতেই করোনা আবহে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। তার মধ্যেই এই বিতর্কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি তার স্বাভাবিক চেহারা হারিয়ে ফেলে। যা নিয়ে ক্ষুব্ধ হন অধ্যাপক-সহ কলেজগুলির কর্তা এবং অভিভাবকরা। এমনকী পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক জায়গায়।
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতর নির্দেশিকা জারি করেছে, কলেজে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক। সেই ইউনিফর্মের মধ্যে হিজাব থাকছে কিনা, তা অবশ্য উল্লেখ করা হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই জানান, হিজাবের ঘটনাটি যেহেতু আদালত দেখছে, তাই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। আদালত এই বিষয়ে শুনানি করে রায় ঘোষণা করবে। আদালতের শুনানির পর রাজ্য সরকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, ''হিজাব ঘটনাটির পিছনে কোনও সক্রিয় শক্তি কাজ করছে। কারণ আগেও কেরল ও মহারাষ্ট্রে একই রকম ঘটনা ঘটেছিল।''
advertisement
এদিকে, কর্ণাটকের হিজাব নিয়ে বিতর্ক নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ''সমস্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্কুল বা প্রশাসন দ্বারা নির্ধারিত ড্রেস কোড অনুসরণ করতে হবে। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের দেখতে হবে কারা ছাত্রদের উসকানি দিচ্ছে।''
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hijab Row in Karnataka: ৩ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, হিজাব-বিতর্কে রাজ্যবাসীর কাছে শান্তি-আর্জি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement