Wayanad Landslide Disaster: ‘আগে থেকে কিছুই জানানো হয়নি,’ ওয়ানাডের ধস নিয়ে অমিত শাহের দাবি উড়িয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরে সাংবাদিক বৈঠক করে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মঙ্গলবার সকালে যখন ভূমিধসের ঘটনা ঘটল, তার পরেই একমাত্র ওই এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল৷’’ এরপরেই পিনারাই বিজয়নের মন্তব্য, এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়৷
নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস৷ কাদা, মাটি, পাথরের নীচে জীবন্ত চাপা পড়ে কেরলের ওয়ানাডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন৷ উদ্ধারকাজ চলছে এখনও৷ এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ৷ কেন ছিল না দুর্যোগের আগাম খবর? কেনই বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদে সরব হয়েছেন বিরোধীরা৷
আর এদিকে দুর্যোগ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কেরল রাজ্য প্রশাসনকে নাকি এক সপ্তাহ আগেই দুর্যোগের পূর্বাভাস নিয়ে সতর্ক করা হয়েছিল৷ তা সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি পিনারাই বিজয়নের সরকার৷
রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন অভিযোগকে অবশ্য সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, ভূমিধসের আগে আবহাওয়া দফতরের তরফে শুধুমাত্র ওই এলাকার বৃষ্টিপাতের উপরে কমলা সতর্কতা জারি করা হয়েছিল৷ কিন্তু, ওই জেলায় ৫০০ মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাসের তুলনায় যা ঢের ঢের বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কেরলকে আগেই সতর্ক করা হয়েছিল,’ ওয়ানাডের ধস নিয়ে রাজ্যসভায় স্পষ্ট কথা অমিত শাহের, বিরোধীদের অকারণ রাজনীতি না করার বার্তা
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরে সাংবাদিক বৈঠক করে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মঙ্গলবার সকালে যখন ভূমিধসের ঘটনা ঘটল, তার পরেই একমাত্র ওই এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল৷’’ এরপরেই পিনারাই বিজয়নের মন্তব্য, এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়৷
advertisement
রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানান, গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে ওয়ানাডে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কেরল রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল কেন্দ্রের তরফে৷ পাঠানো হয়েছিল ৯ দল কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রকে গুলি নার্সারি পড়ুয়ার! স্কুলেই ধুন্ধুমার কাণ্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা
রাজ্যসভার বক্তৃতায় অমিত শাহ দাবি করেন, কেরলের পিনারাই বিজয়নের সরকারকে সপ্তাহ খানেক আগেই সে রাজ্যের পার্বত্য অঞ্চলে ধস নামার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ কিন্তু, তাঁরা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি৷ এমনকি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছনোর পরেও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ শাহের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 31, 2024 8:52 PM IST