নির্জলা দিল্লি, জল রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা

Last Updated:

হরিয়ানায় জাঠ আন্দোলনের জেরে বিপর্যস্ত দিল্লির জনজীবন ৷ নির্জলা দিল্লিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিল্লিবাসীরা ৷ হরিয়ানা থেকেই দিল্লির ৬০ শতাংশ জল সরবরাহ করা হয় ৷ জাঠ আন্দোলনের জেরে বন্ধ হরিয়ানা জল সরবরাহ পরিষেবা ৷

#নয়াদিল্লি: হরিয়ানায় জাঠ আন্দোলনের জেরে বিপর্যস্ত দিল্লির জনজীবন ৷ নির্জলা দিল্লিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিল্লিবাসীরা ৷ হরিয়ানা থেকেই দিল্লির ৬০ শতাংশ জল সরবরাহ করা হয় ৷ জাঠ আন্দোলনের জেরে বন্ধ হরিয়ানা জল সরবরাহ পরিষেবা ৷
জাঠ বিক্ষোভের তৃতীয়দিনে প্রবল পানীয় জলের সঙ্কটের মুখোমুকি দিল্লি ৷ শনিবার থেকেই জল নেই দিল্লির ৯০ শতাংশ এলাকায় ৷ বিকল্প প্লান্ট থেকে জল সরবরাহের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও জলের গুণগত মান খারাপ হওয়ায় সেই প্রচেষ্টাও ব্যর্থ হয় ৷ হরিয়ানার চন্দ্রাল ও ভাগীরথী প্লান্ট থেকে দিল্লিতে জল সরবরাহ করা হয় ৷ আন্দোলনের জেরে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে এই দুটি প্ল্যান্ট ৷ অন্যদিকে, জলের অন্যতম উৎস মুনাক ক্যানালও বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারিরা ৷ দিল্লিতে জল-সমস্যা সমাধানে রবিবার উপমুখ্যমন্ত্রী-সহ অন্য পারিষদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল জানান, হাসপাতাল, দমকল এবং আরও কিছু আপৎকালীন বিভাগ ছাড়া গোটা দিল্লিতে রেশনিংয়ের মাধ্যমে জল সরবরাহ করা হবে ৷ রেশনিংয়ের তালিকায় রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর নিজের বাড়িও ৷ জলসঙ্কটের জেরে সোমবার রাজধানীর সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নির্জলা দিল্লি, জল রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement