নির্জলা দিল্লি, জল রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা
Last Updated:
হরিয়ানায় জাঠ আন্দোলনের জেরে বিপর্যস্ত দিল্লির জনজীবন ৷ নির্জলা দিল্লিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিল্লিবাসীরা ৷ হরিয়ানা থেকেই দিল্লির ৬০ শতাংশ জল সরবরাহ করা হয় ৷ জাঠ আন্দোলনের জেরে বন্ধ হরিয়ানা জল সরবরাহ পরিষেবা ৷
#নয়াদিল্লি: হরিয়ানায় জাঠ আন্দোলনের জেরে বিপর্যস্ত দিল্লির জনজীবন ৷ নির্জলা দিল্লিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিল্লিবাসীরা ৷ হরিয়ানা থেকেই দিল্লির ৬০ শতাংশ জল সরবরাহ করা হয় ৷ জাঠ আন্দোলনের জেরে বন্ধ হরিয়ানা জল সরবরাহ পরিষেবা ৷
জাঠ বিক্ষোভের তৃতীয়দিনে প্রবল পানীয় জলের সঙ্কটের মুখোমুকি দিল্লি ৷ শনিবার থেকেই জল নেই দিল্লির ৯০ শতাংশ এলাকায় ৷ বিকল্প প্লান্ট থেকে জল সরবরাহের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও জলের গুণগত মান খারাপ হওয়ায় সেই প্রচেষ্টাও ব্যর্থ হয় ৷ হরিয়ানার চন্দ্রাল ও ভাগীরথী প্লান্ট থেকে দিল্লিতে জল সরবরাহ করা হয় ৷ আন্দোলনের জেরে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে এই দুটি প্ল্যান্ট ৷ অন্যদিকে, জলের অন্যতম উৎস মুনাক ক্যানালও বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারিরা ৷ দিল্লিতে জল-সমস্যা সমাধানে রবিবার উপমুখ্যমন্ত্রী-সহ অন্য পারিষদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল জানান, হাসপাতাল, দমকল এবং আরও কিছু আপৎকালীন বিভাগ ছাড়া গোটা দিল্লিতে রেশনিংয়ের মাধ্যমে জল সরবরাহ করা হবে ৷ রেশনিংয়ের তালিকায় রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর নিজের বাড়িও ৷ জলসঙ্কটের জেরে সোমবার রাজধানীর সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2016 1:18 PM IST