আলোয়ারে গোরক্ষকরা কাউকে পিটিয়ে মারেনি, রাজ্যসভায় মন্তব্য নকভির

Last Updated:

গো-কাণ্ডের আঁচ এবার সংসদে। অসহিষ্ণুতা অভিযোগে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

#নয়াদিল্লি: গো-কাণ্ডের আঁচ এবার সংসদে। অসহিষ্ণুতা অভিযোগে ইতিমধ্যেই সরব বিরোধীরা। রাজস্থানের আলোয়ারে গোরক্ষকদের হাতে দুগ্ধ ব‍্যবসায়ীর হত‍্যার ঘটনায় উত্তাল হল সংসদ। বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হল সংসদের উভয় কক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ঘটনার রিপোর্ট চাইলেন রাজ‍্যসভার ডেপুটি চেয়ারম‍্যান। তদন্তের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
গত শনিবার রাজস্থানের আলোয়ারে গোরক্ষদের হাতে আক্রান্ত হন পহেলু খান ও তার কয়েকজন সহযোগী। রাস্তাতেই বেধড়ক মারধর করা হয় তাদের। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পহেলুর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ উঠেছিল । সংসদ শুরু হতেই বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদরা। কংগ্রেসের মধুসূদন মিস্ত্রি বলেন, ‘আলোয়ারে গোরক্ষকদের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷’
advertisement
সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, ‘বাস্তবে ওরকম কিছু হয়নি ৷ রাজস্থান সরকার মিডিয়ার সংবাদ অস্বীকার করেছে ৷ এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ৷ আমরা হিংসাকে মদত দিচ্ছি এমন বার্তা যেন না যায় ৷’
advertisement
রাজ্যসভায় অস্বীকার করলেও পরে পিছু হটেন বিজেপি সাংসদ মুখতার আব্বাস নকভি। রাজস্থান সরকার ঘটনার তদন্ত করছে বলে মন্তব‍্য করেন তিনি। বলেন, ‘রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে ৷ এরকম হিংসাকে সমর্থন নয় ৷’ টুইটারে সরব হন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। দাবি করেন কেন্দ্রীয় হস্তক্ষেপের।
advertisement
রমজানের জন্য প্রায় ১২ লিটার বেশি দুধের দরকার পড়ে। সেই বাড়তি চাহিদা মেটাতে গরু কিনতে গিয়েছিলেন পহেলু। তার কাছে ছিল বৈধ কাগজও। কিন্তু, তার কোনও কথাই শুনতে চায়নি হামলাকারীরা। অভিযোগ ছেলে ইরশাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আলোয়ারে গোরক্ষকরা কাউকে পিটিয়ে মারেনি, রাজ্যসভায় মন্তব্য নকভির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement