‘আমাকে কি রেপড হওয়ার সাজা শোনানো হয়েছিল?’, শীর্ষ আদালতে জেলে বার বার ধর্ষিত হওয়ার বিস্ফোরক দাবি নির্ভয়া কাণ্ডের দোষীর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এবার শীর্ষ আদালতে চাঞ্চল্যকর দাবি দোষী মুকেশ সিংয়ের ৷ জেলের মধ্যে বারংবার যৌন নির্যাতনের শিকার হয়েছে সে ৷
#নয়াদিল্লি: বার বার আবেদন খারিজ হওয়া সত্ত্বেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নির্ভয়া কাণ্ডের চার দোষী ৷ এবার শীর্ষ আদালতে চাঞ্চল্যকর দাবি দোষী মুকেশ সিংয়ের ৷ জেলের মধ্যে বারংবার যৌন নির্যাতনের শিকার হয়েছে সে ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার ক্ষমাভিক্ষার আর্জি খারিজ হয়ে যাওয়ার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সু্প্রিম কোর্টে আপীল করেছে নির্ভয়ার অন্যতম ধর্ষক মুকেশ সিং ৷
সুপ্রিম কোর্টে মঙ্গলবার মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ দাবি করেন, জেলে একাধিকবার যৌন নির্যাতনের শিকার মুকেশ সিং ৷ রাষ্ট্রপতি সিদ্ধান্ত জানানোর আগেই মুকেশকে একা সেলে ঢুকিয়ে দেওয়া হয়, যা আসলে আইন বিরুদ্ধ বলে দাবি আইনজীবী অঞ্জনা প্রকাশের ৷ একইসঙ্গে তিনি এও বলেন, কেসের দলিল খুঁটিয়ে না দেখেই মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাই শীর্ষ আদালতকে মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি নিয়ে রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তকে আরও একবার পুনর্বিবেচনার আর্জি আইনজীবীর ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ বুধবার এই মামলার রায় দেবে ৷ পয়লা ফেব্রুয়ারি, শনিবার সকাল ছ’টায় নির্ভয়া কাণ্ডের চার দোষী, মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় কুমার এবং অক্ষয় কুমারের ফাঁসি হওয়ার কথা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 7:27 PM IST